প্রতিটি স্বাভাবিক সংখ্যা নিয়ে আমরা দেখেছি, প্রতিটি স্বাভাবিক সংখ্যাই নির্দিষ্ট এবং সুসংজ্ঞায়িত।
প্রতিটি স্বাভাবিক সংখ্যাই স্বতন্ত্র। এই স্বতন্ত্রতার জন্যই প্রতিটি স্বাভাবিক সংখ্যার মধ্যে পার্থক্য করতে পারি। দুই মানে সর্বদা দুইকেই বোঝায়। 3 যে 2 নয়, একথা আমরা সবাই বুঝি।
স্বাভাবিক সংখ্যা ত্রি-বিকল্প নিয়ম মেনে চলে অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যা a এবং b নীচে উল্লেখিত তিনটি সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই একটি এবং কেবলমাত্র একটি সম্পর্কই মেনে চলবে। সম্পর্ক তিনটি হলো
i) a < b,
ii) a = b,
iii) a > b অর্থাৎ a, b-এর থেকে ছোট হবে, অথবা a, b-এর সমান হবে, অথবা a, b-এর থেকে বড় হবে। a এবং b এর সম্পর্কে এই তিনটি বিকল্প ছাড়া অন্য কোন বিকল্প আমরা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে পাবো না।
আবার স্বাভাবিক সংখ্যার যোগ বদ্ধ অর্থাৎ দুটি বা তার বেশি স্বাভাবিক সংখ্যার যোগফল একটি স্বাভাবিক সংখ্যা। যেমন 3 + 5 = 8 ; এখানে 3 একটি স্বাভাবিক সংখ্যা, এর সাথে অপর একটি স্বাভাবিক সংখ্যা 5 যোগ করলে যোগফলরূপে আরেকটি স্বাভাবিক সংখ্যা 8 পাই। সমস্ত স্বাভাবিক সংখ্যার যোগের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।
যোগের মতো স্বাভাবিক সংখ্যার বিয়োগ কিন্তু বদ্ধ নয়। অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা না হতেও পারে। যেমন
6 - 5 = 1 ; এখানে 6 একটি স্বাভাবিক সংখ্যা। আবার 5-ও একটি স্বাভাবিক সংখ্যা। 6 থেকে 5 বিয়োগ করে আমরা 1 পেয়েছি, যা একটি স্বাভাবিক সংখ্যা। কিন্তু
11-15 = -4, এক্ষেত্রে 11 এবং 15 স্বাভাবিক সংখ্যা হলেও, 11 থেকে 15 বিয়োগ করে পাওয়া -4, যা স্বাভাবিক সংখ্যা নয়।
যোগের মতোই স্বাভাবিক সংখ্যার গুণও বদ্ধ। অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়। যেমন 7 × 9 = 63, যেখানে 7, 9 এবং 63 প্রত্যেকেই স্বাভাবিক সংখ্যা।
আবার বিয়োগের মতো স্বাভাবিক সংখ্যার ভাগ বদ্ধ নয়, অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফল স্বাভাবিক সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। যেমন
10 ÷ 2 = 5, এখানে 10 এবং 2 এর মতো 5 একটি স্বাভাবিক সংখ্যা। কিন্তু,
10 ÷ 3 = 10/3, এখানে 10 এবং 3 স্বাভাবিক সংখ্যা হলেও, 10/3 কোনো স্বাভাবিক সংখ্যা নয়।
স্বাভাবিক সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। অর্থাৎ a এবং b দুটি স্বাভাবিক সংখ্যা হলে,
a + b = b + a হয়।
দুটি ভিন্ন স্বাভাবিক সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। অর্থাৎ a এবং b দুটি স্বাভাবিক সংখ্যা হলে,
a - b ≠ b - a হয়।
স্বাভাবিক সংখ্যার গুন বিনিময় নিয়ম মেনে চলে। অর্থাৎ a এবং b দুটি স্বাভাবিক সংখ্যা হলে,
a × b = b × a হয়।
আবার বিয়োগের মতোই দুটি ভিন্ন স্বাভাবিক সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। অর্থাৎ a এবং b দুটি স্বাভাবিক সংখ্যা হলে,
a ÷ b ≠ b ÷ a হয়।
আবার স্বাভাবিক সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। অর্থাৎ a, b, c প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা হলে,
( a + b ) + c = a + ( b + c ) হয়।
কিন্তু স্বাভাবিক সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। অর্থাৎ a, b, c প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা হলে,
( a - b ) - c ≠ a - ( b - c ) হয়।
যোগের মতোই স্বাভাবিক সংখ্যার গুণও সংযোগ নিয়ম মেনে চলে। অর্থাৎ a, b, c প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা হলে,
( a × b ) × c = a × ( b × c ) হয়।
স্বাভাবিক সংখ্যার ভাগের ক্ষেত্রে সাধারণত সংযোগ নিয়ম মেনে চলে না। অর্থাৎ a, b, c প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা হলে,
( a ÷ b ) ÷ c ≠ a ÷ ( b ÷ c ) হয়।
আবার স্বাভাবিক সংখ্যা বিচ্ছেদ নিয়ম মেনে চলে, অর্থাৎ a, b, c প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা হলে,
a × ( b + c ) = a × b + a × c অথবা
( a + b ) × c = a × c + b × c
স্বাভাবিক সংখ্যার উপরোক্ত নিয়মগুলি এখন যারা শিখে ফেলেছো, তারা আমাকে
srijanservice.2018@gmail.com এ মেল করে জানিয়ে দিও।
যারা এখনো স্বাভাবিক সংখ্যার ধর্ম সম্বন্ধে কোনো প্রশ্ন মনের মধ্যে চেপে রাখছো, তাদের জন্য আর একবার বলছি, সমস্যা সামনে আনতে পারলেই সমাধান হয়।
★★আজকে যা শিখলাম ★★
স্বাভাবিক সংখ্যার ধর্ম জানি।