Showing posts with label #aitc. Show all posts
Showing posts with label #aitc. Show all posts

Friday, 22 December 2017

Blood Donation camp , TMC

মাজু অঞ্চল তৃণমূল কংগ্রেস

তৃণমূল কংগ্রেসের ২১ তম প্রতিষ্ঠা দিবসে

রক্তদান মহোৎসব ও শীতবস্ত্র বিতরণ

তাং :- ১ লা জানুয়ারী , ২০১৮
সময় :- সকাল ৯:৩০ মিঃ

স্থান :- মাড়ঘুরালী মহাকালতলা

উদ্বোধক :- মোঃ আব্দুল গণি ( বিধায়ক )
প্রধান অতিথি :- বিমান চক্রবর্ত্তী , সভাপতি , জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস

Saturday, 15 July 2017

জে বি এন এস টি এস বৃত্তি পরীক্ষা

জে. বি. এন. এস. টি. এস. বৃত্তি পরীক্ষা

বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য

পরীক্ষার তারিখ :- 20 আগস্ট , 2017 ( রবিবার )
ফর্ম পূরণের শেষ তারিখ (অনলাইন / অফলাইন ) :- 31 জুলাই , 2017


☞ জুনিয়র বৃত্তি পরীক্ষা :- 
যোগ্যতা :- 2017 সালে 75 % নম্বর পেয়ে দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্রছাত্রী 

☞ সিনিয়র বৃত্তি পরীক্ষা :- 
যোগ্যতা :- 2017 সালে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা বিজ্ঞান / প্রযুক্তি / চিকিৎসা নিয়ে স্নাতক স্তরে পাঠরত / ভর্তি হবে । 

বিশেষ আকর্ষণ :- প্রথম 10 জন ছাত্র এবং 10 জন ছাত্রীকে ল্যপটপ দিয়ে পুরস্কৃত করা হবে । 

☞ বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি :- 
যোগ্যতা :- 2017 সালে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ শুধুমাত্র ছাত্রী যারা বিজ্ঞান / প্রযুক্তি / চিকিৎসা নিয়ে স্নাতক স্তরে পাঠরত / ভর্তি হবে । 
----------------------------- 
এখনই আবেদন করো 
ওয়েবসাইট : www.jbnsts.org 
ফোন : 033 2442 8270 / 2441 7542 
ই মেল : jbnstsexam@gmail.com 
--------------------------------- 
জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ 
1300 , রাজডাঙ্গা মেন রোড , কসবা , কলকাতা - 700107 

Friday, 14 July 2017

নিজের পায়ে দাঁড়ান

নিজের পায়ে দাঁড়ান 


আপনারাও স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের সুযোগ নিন 


একক প্রকল্প - আত্মমর্যাদা
প্রকল্প মূল্য - সর্বাধিক 10 লক্ষ টাকা 


যৌথ প্রকল্প - আত্মসম্মান
প্রকল্প মূল্য - সর্বাধিক 25 লক্ষ টাকা 


বয়স সীমা :- 18 থেকে 45 বছর
আয়ের সীমা :- পারিবারিক মাসিক আয় 15000 টাকার নীচে

----------------------------------------


কি কি করা যাবে ? 
হস্তশিল্প , সূচিশিল্প , যাত্রী অথবা পণ্যবাহী গাড়ি , যে কোনও খুচরো ব্যবসা , এছাড়াও আরও বহু বিষয়ে ব্যবসা করতে পারেন । 
---------------------------------------- 
কি ধরনের আর্থিক সুবিধা ? 
বেকার যুবক যুবতীরা উপরোক্ত যে কোনও ব্যবসা করতে সরকারি অনুদান পাবেন প্রকল্প মূল্যের 30 %    ( একক প্রকল্পে সর্বাধিক 1.5 লক্ষ টাকা এবং যৌথ প্রকল্পে সর্বাধিক 3.5 লক্ষ টাকা ) । নিজেকে দিতে হবে মাত্র 5 % বাকিটা ব্যাঙ্ক ঝণ । 
---------------------------------------- 
কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় ? 
হস্তশিল্প , সূচিশিল্প , বৈদ্যুতিন সরঞ্জাম মেরামতি , মোটরগাড়ি চালানো এবং মেরামতি , কাগজের ব্যাগ তৈরী , এই ধরনের বহু বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় । 
---------------------------------------- 
বিস্তারিত জানতে আপনার এলাকার ব্লক , পৌরসভা , পৌরনিগমের অফিসে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের সুপারভাইজার বা প্রকল্প সহায়কের সঙ্গে যোগাযোগ করুণ । 
------------------------------------------- 
সোসাইটি ফর সেল্ফ এমপ্লয়মেন্ট অফ আনএমপ্লয়েড ইউথ , ওয়েস্ট বেঙ্গল 
পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের অধীন একটি সংস্থা 
------------------------------------ 
142 , লেনিন সরনী , কোলকাতা - 700013 , 
ফোন :- 2236 7233 , 
ফ্যাক্স :- 2236 4937 , 
ই মেল :- sseuy2007@yahoo.com , 
ওয়েবসাইট :- www.swanirbhar.org 

Sunday, 9 July 2017

#সবুজ_ভবন

বিরোধীরা চাইছে কুৎসা , ধর্মীয় মেরুকরন
আমাদের লক্ষ্য শুধুই উন্নয়ন

কৃষি ও কৃষকের স্বার্থে তেলিহাটি থেকে গোবিন্দপুর পর্যন্ত 17 কিমি কৌশিকী নদী ( কানা দামোদর ) সংস্কারের জন্য মা-মাটি-মানুষের সরকারকে জানাই অভিনন্দন ।


অভিজিৎ চক্রবর্ত্তী , 
সভাপতি , মাজু অঞ্চল তৃণমূল কংগ্রেস 
পার্থ রায় , 
সভাপতি , মাজু অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস 
কর্তৃক প্রচারিত 

#সবুজ_ভবন 
#aitc 

রাজনৈতিক সম্মেলন 2017/07/16

জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের
রাজনৈতিক সম্মেলন

স্থান : বেগড়ী গার্লস স্কুল , বেগড়ী , হাওড়া
তাং : 16/07/2017 , রবিবার , সকাল 10 ঘটিকায়


উদ্বোধক : মাননীয় অরূপ রায় , মন্ত্রী , পঃবঃসরকার 

উপস্থিত থাকবেন : মাননীয় কল্যাণ ব্যানার্জ্জী , সাংসদ 
           মাননীয় রাজীব ব্যানার্জ্জী , মন্ত্রী , পঃবঃসরকার 
           মাননীয় মহঃ আব্দুল গনি , বিধায়ক 
সভাপতি : মাননীয় বিমান চক্রবর্ত্তী 

সুবীর চ্যাটার্জ্জী ও দেবাশীষ ঘোষ কর্তৃক প্রচারিত 
#সবুজ_ভবন 
 #aitc