Rules and regulations :-
☞ 01) নতুন জীবন কি ?
#নতুন_জীবন হল একটি ধারণা , যে ধারণাকে কেন্দ্র করে আমরা কয়েকজন ফেসবুক বন্ধু একটা ছোট #Community_Organisation তৈরী করে দুঃস্থ #মানুষের_পাশে_মানুষের_সাথে দাঁড়াতে চেয়েছি । আমাদের Organisation এর সকল সদস্যদেরই গুরুত্ব সমান ।
☞ 02) নতুন জীবন কিভাবে কাজ করে ?
i) #নতুন_জীবন নানা ভাবে ( সাধারন মানুষের থেকে তথ্য নিয়ে ) নানা জায়গা থেকে দুঃস্থ মানুষের দুঃস্থতার খবর জোগাড় করে ।
ii) #নতুন_জীবন সেই সব তথ্য গুলির সত্যতা যাচাই করার চেষ্টা করে ।
iii) নতুন জীবনের কয়েকজন সদস্য সেই জায়গায় নিজেরা হাজির হয়ে দুঃস্থ মানুষ গুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করে ।
☞ 03) #নতুন_জীবন দুঃস্থ মানুষ গুলির পাশে দাঁড়ানোর খরচ জোগাড় করে কিভাবে ?
নতুন জীবনের সকল সদস্য প্রত্যেকে নিজ সাধ্য মতো প্রতি মাসে মাসিক ডোনেশন দেয় । কিন্তু তাতেও সব সময় টাকার ঘাটতি মেটে না । তখন নতুন জীবন নিজস্ব আলোচনার মাধ্যমে কয়েকজন সদস্য সাধ্য মতো বেশি ডোনেশন দিয়ে ঘাটতি মেটায় । প্রয়োজনে কিছু প্রোগ্রাম বন্ধ করে বা পিছিয়ে দেয় ।
☞ 04) যে কোনো ব্যক্তি কি নতুন জীবনের সদস্য হতে পারে ?
এই প্রশ্নের উত্তরে #নতুন_জীবন -এর পক্ষ থেকে বলব যে কোন ব্যক্তিই নতুন জীবনের সদস্য হতে পারে , শুধুমাত্র সদস্য হওয়ার পরে তাঁকে দুইটি নিয়ম মেনে চলতে হবে ।
✿ #নতুন_জীবন ধারণা মেনে চলতে হবে । এবং
✿ #সামাজিক_মানুষ অথবা #মানবিক_মানুষ এর উন্নতির চেষ্টা করতে হবে ।
☞ 05) ভারতীয় না হলেও কি #নতুন_জীবন -এর সদস্য হতে পারবে ?
পৃথিবীর যে কোন দেশের মানুষ যে পূর্বোক্ত নিয়ম দুটি মেনে চলতে চাইবে তিনিই নতুন জীবনের সদস্য হতে পারবে ।
☞ 06) কোন student / housewife / চাকরীপ্রার্থী / যার কোন আয় নেই এরূপ ব্যক্তি কি নতুন জীবনের সদস্য হতে পারে ?
আগেই বলা হয়েছে নতুন জীবনের প্রতিটি সদস্যই সাধ্য মতো মাসিক ডোনেশন দেয় ----- হয়তো এই উক্তিটির জন্য প্রশ্নটির উদ্ভব হয়েছে । কিন্তু এক্ষেত্রে জানাই নতুন জীবনে এখনও অনেক সদস্য / সদস্যা আছেন যারা কখনই কোনো দিনই নতুন জীবনের জন্য অর্থগত ডোনেশন দেয়নি । কিন্তু তাঁরাও নতুন জীবনের গুরুত্বপূর্ণ সদস্য । কারন অনেক ক্ষেত্রেই শুধুমাত্র তাঁদের জন্যই নতুন জীবন প্রোগ্রাম করতে সমর্থ হয় । তাঁরাও অনেক সময় নতুন জীবনকে অনেক রকম তথ্য দিয়ে সাহায্য করেন ।
তাই যে কোন student / housewife / চাকরীপ্রার্থী / যার কোন আয় নেই এরূপ ব্যক্তিও নতুন জীবনের সদস্য হতে পারে ।
☞ 07) কোনরূপ সরকারী / সরকারী সাহায্যপ্রাপ্ত / বেসরকারী চাকুরীজীবী বা অবসরপ্রাপ্ত ব্যক্তি কি নতুন জীবনের সদস্য হতে পারে ?
#নতুন_জীবন একটি #Community_Organisation , এটি কোনো #NGO বা কোন সরকারী / বেসরকারী সাহায্যপ্রাপ্ত সংস্হা না হওয়ায় এরূপ কোন অসুবিধা নেই । এখানে প্রতিটি সদস্যের গুরুত্ব সমান হওয়ায় এবং প্রতিটি প্রোগ্রামের পর অথবা অর্ধবাৎসরিক আয় ব্যায়ের হিসাব সংক্রান্ত মিটিং এ উপস্থিত থেকে সব হিসাব দেখে নেওয়া যায় ।
তাই যে কোন সরকারী / সরকারী সাহায্যপ্রাপ্ত / বেসরকারী চাকুরীজীবী বা অবসরপ্রাপ্ত ব্যক্তি নতুন জীবনের সদস্য হতে পারে ।
☞ 08) কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কি নতুন জীবনের সদস্য হতে পারে ?
#নতুন_জীবন কোন রাজনৈতিক সংগঠন না হওয়ায় , যে কোন প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের এরূপ কোনো অসুবিধা থাকার কথা নয় ।
এর পর #নতুন_জীবন সম্পর্কে অথবা #মানুষের_পাশে_মানুষের_সাথে থাকা সম্পর্কে আরও কোন প্রশ্ন থাকলে তা নতুন জীবন পেজ বা গ্রুপে #নতুন_জীবন ট্যাগ করে পোস্ট করুন , অবশ্যই নতুন জীবন আপনার সাথে থাকবে ।
.