Monday, 15 May 2017

নতুন জীবন 14/05/17 হাটগোবিন্দপুর

আমাদের পূর্বের কথামতো গতকাল 14/05/2017 আমরা বর্ধমান - 2 নং ব্লকের হাটগোবিন্দপুরে হাজির হই ।

দিদির লক্ষ্যের সাথে আমাদের #নতুন_জীবন এর লক্ষ্য এক্ষেত্রে মিলে যাওয়ায় আমাদের সাথে পেয়েছিলাম স্থানীয় TMC নেতা নেত্রীদের । 

বর্ধমান উত্তর ( বিধানসভা ) এর বিধায়ক মাননীয় নিশীথ কুমার মালিক আমাদের সাথে ছিলেন । 

AITC র পক্ষ থেকে আমাদের সাথে ছিলেন 

এরই মাঝে মাননীয় বিধায়ক এক থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবারের হাতে রক্তের কার্ড তুলে দেন ।

এখানে আমরা 100 জন ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াই শিক্ষা উপকরণ নিয়ে ।

আমাদের প্রোগ্রামের পর TMC র পক্ষ দুঃস্থ গ্রামবাসীদের মশারি প্রদান করা হয় । 

আমরা নতুন জীবন ডেঙ্গু ম্যালেরিয়া সহ নানারকম মশাবাহিত রোগের বিরুদ্ধে সাধারন মানুষের পাশে থাকতে পেরে আনন্দিত । 
সব শেষে সকলে একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আমাদের একত্রিত অনুষ্ঠান শেষ হয় । 
#নতুন_জীবন #natun_jibon #new_life 

#আমার_চোখে #আমার_গ্রাম 

No comments:

Post a Comment