Memorandum of Association
of
ANANTA KALPANA
Sunday, 10 June 2018
ANANTA KALPANA
Friday, 22 December 2017
Blood Donation camp , TMC
মাজু অঞ্চল তৃণমূল কংগ্রেস
তৃণমূল কংগ্রেসের ২১ তম প্রতিষ্ঠা দিবসে
রক্তদান মহোৎসব ও শীতবস্ত্র বিতরণ
তাং :- ১ লা জানুয়ারী , ২০১৮
সময় :- সকাল ৯:৩০ মিঃ
স্থান :- মাড়ঘুরালী মহাকালতলা
উদ্বোধক :- মোঃ আব্দুল গণি ( বিধায়ক )
প্রধান অতিথি :- বিমান চক্রবর্ত্তী , সভাপতি , জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস
Monday, 12 June 2017
Rules #নতুন_জীবন
Rules and regulations :-
☞ 01) নতুন জীবন কি ?
#নতুন_জীবন হল একটি ধারণা , যে ধারণাকে কেন্দ্র করে আমরা কয়েকজন ফেসবুক বন্ধু একটা ছোট #Community_Organisation তৈরী করে দুঃস্থ #মানুষের_পাশে_মানুষের_সাথে দাঁড়াতে চেয়েছি । আমাদের Organisation এর সকল সদস্যদেরই গুরুত্ব সমান ।
☞ 02) নতুন জীবন কিভাবে কাজ করে ?
i) #নতুন_জীবন নানা ভাবে ( সাধারন মানুষের থেকে তথ্য নিয়ে ) নানা জায়গা থেকে দুঃস্থ মানুষের দুঃস্থতার খবর জোগাড় করে ।
ii) #নতুন_জীবন সেই সব তথ্য গুলির সত্যতা যাচাই করার চেষ্টা করে ।
iii) নতুন জীবনের কয়েকজন সদস্য সেই জায়গায় নিজেরা হাজির হয়ে দুঃস্থ মানুষ গুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করে ।
☞ 03) #নতুন_জীবন দুঃস্থ মানুষ গুলির পাশে দাঁড়ানোর খরচ জোগাড় করে কিভাবে ?
নতুন জীবনের সকল সদস্য প্রত্যেকে নিজ সাধ্য মতো প্রতি মাসে মাসিক ডোনেশন দেয় । কিন্তু তাতেও সব সময় টাকার ঘাটতি মেটে না । তখন নতুন জীবন নিজস্ব আলোচনার মাধ্যমে কয়েকজন সদস্য সাধ্য মতো বেশি ডোনেশন দিয়ে ঘাটতি মেটায় । প্রয়োজনে কিছু প্রোগ্রাম বন্ধ করে বা পিছিয়ে দেয় ।
☞ 04) যে কোনো ব্যক্তি কি নতুন জীবনের সদস্য হতে পারে ?
এই প্রশ্নের উত্তরে #নতুন_জীবন -এর পক্ষ থেকে বলব যে কোন ব্যক্তিই নতুন জীবনের সদস্য হতে পারে , শুধুমাত্র সদস্য হওয়ার পরে তাঁকে দুইটি নিয়ম মেনে চলতে হবে ।
✿ #নতুন_জীবন ধারণা মেনে চলতে হবে । এবং
✿ #সামাজিক_মানুষ অথবা #মানবিক_মানুষ এর উন্নতির চেষ্টা করতে হবে ।
☞ 05) ভারতীয় না হলেও কি #নতুন_জীবন -এর সদস্য হতে পারবে ?
পৃথিবীর যে কোন দেশের মানুষ যে পূর্বোক্ত নিয়ম দুটি মেনে চলতে চাইবে তিনিই নতুন জীবনের সদস্য হতে পারবে ।
☞ 06) কোন student / housewife / চাকরীপ্রার্থী / যার কোন আয় নেই এরূপ ব্যক্তি কি নতুন জীবনের সদস্য হতে পারে ?
আগেই বলা হয়েছে নতুন জীবনের প্রতিটি সদস্যই সাধ্য মতো মাসিক ডোনেশন দেয় ----- হয়তো এই উক্তিটির জন্য প্রশ্নটির উদ্ভব হয়েছে । কিন্তু এক্ষেত্রে জানাই নতুন জীবনে এখনও অনেক সদস্য / সদস্যা আছেন যারা কখনই কোনো দিনই নতুন জীবনের জন্য অর্থগত ডোনেশন দেয়নি । কিন্তু তাঁরাও নতুন জীবনের গুরুত্বপূর্ণ সদস্য । কারন অনেক ক্ষেত্রেই শুধুমাত্র তাঁদের জন্যই নতুন জীবন প্রোগ্রাম করতে সমর্থ হয় । তাঁরাও অনেক সময় নতুন জীবনকে অনেক রকম তথ্য দিয়ে সাহায্য করেন ।
তাই যে কোন student / housewife / চাকরীপ্রার্থী / যার কোন আয় নেই এরূপ ব্যক্তিও নতুন জীবনের সদস্য হতে পারে ।
☞ 07) কোনরূপ সরকারী / সরকারী সাহায্যপ্রাপ্ত / বেসরকারী চাকুরীজীবী বা অবসরপ্রাপ্ত ব্যক্তি কি নতুন জীবনের সদস্য হতে পারে ?
#নতুন_জীবন একটি #Community_Organisation , এটি কোনো #NGO বা কোন সরকারী / বেসরকারী সাহায্যপ্রাপ্ত সংস্হা না হওয়ায় এরূপ কোন অসুবিধা নেই । এখানে প্রতিটি সদস্যের গুরুত্ব সমান হওয়ায় এবং প্রতিটি প্রোগ্রামের পর অথবা অর্ধবাৎসরিক আয় ব্যায়ের হিসাব সংক্রান্ত মিটিং এ উপস্থিত থেকে সব হিসাব দেখে নেওয়া যায় ।
তাই যে কোন সরকারী / সরকারী সাহায্যপ্রাপ্ত / বেসরকারী চাকুরীজীবী বা অবসরপ্রাপ্ত ব্যক্তি নতুন জীবনের সদস্য হতে পারে ।
☞ 08) কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কি নতুন জীবনের সদস্য হতে পারে ?
#নতুন_জীবন কোন রাজনৈতিক সংগঠন না হওয়ায় , যে কোন প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের এরূপ কোনো অসুবিধা থাকার কথা নয় ।
এর পর #নতুন_জীবন সম্পর্কে অথবা #মানুষের_পাশে_মানুষের_সাথে থাকা সম্পর্কে আরও কোন প্রশ্ন থাকলে তা নতুন জীবন পেজ বা গ্রুপে #নতুন_জীবন ট্যাগ করে পোস্ট করুন , অবশ্যই নতুন জীবন আপনার সাথে থাকবে ।
.
Monday, 15 May 2017
নতুন জীবন 14/05/17 হাটগোবিন্দপুর
আমাদের পূর্বের কথামতো গতকাল 14/05/2017 আমরা বর্ধমান - 2 নং ব্লকের হাটগোবিন্দপুরে হাজির হই ।
Saturday, 6 May 2017
নতুন জীবন ( New life ) 2017/05/14
আমাদের আগামী প্রোগ্রাম
14/05/2017 রবিবারে ,
বর্ধমানের হাটগোবিন্দপুরে
আমরা ঐদিন সকাল 10:00 টায়
প্রায় 70 জন দুঃস্থ ও অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চলেছি তাদের প্রয়োজন মতো শিক্ষা উপকরণ নিয়ে ।
#নতুন_জীবন #new_life
Thursday, 13 April 2017
বিধান
কর্মযোগ কি বলে ? ----- বলে , ' নিরন্তর কর্ম কর , কিন্তু কর্মে আসক্তি ত্যাগ কর । ' কোন কিছুর সহিত নিজেকে জড়াইও না । মনকে মুক্ত রাখো । যাহা কিছু দেখিতেছ , দুঃখ - কষ্ট ----- সবই জগতের অপরিহার্য পরিবেশ মাত্র , দারিদ্র ধন ও সুখ ক্ষণস্হায়ী , উহারা মোটেই আমাদের স্বভাবগত নয় । আমাদের স্বরূপ দুঃখ ও সুখের পারে ---- প্রত্যক্ষ বা কল্পনার অতীত , তথাপি আমাদিগকে সর্বদাই কর্ম �করিয়া যাইতে হইবে । আসক্তি হইতেই দুঃখ আসে , কর্ম হইতে নয় ।' ----------- স্বামী বিবেকানন্দ
কর্মের জন্যই তো শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন বিধান কুমার গড়াই । বাড়ি মাধবডিহি , রায়না -II , বর্ধমান । কিন্তু স্কুলটা বাড়ি থেকে একটু দূরেই । মুর্শিদাবাদের সালার এ ।
যাই হোক , পেশাকেই কর্মযোগ মনে করে , বাড়িতে বুড়ো বাবা-মা , বউ-বাচ্ছাকে ফেলে রেখে সুদূর মুর্শিদাবাদে স্কুলের পাশে একটা ছোট ভাড়া ঘরে এসে উঠলেন । স্কুলে ছাত্র ছাত্রী খুব বেশি নয় , তাই প্রতিটি ছাত্র ছাত্রীর প্রতি আলাদা করে লক্ষ্য করার সময় পেয়ে গেলেন ।
চলল ছাত্রছাত্রীদের নতুন করে শেখানোর পালা । ছাত্রছাত্রীরাও নতুন স্যারকে আপন করে নিল । সমস্ত কিছুতেই ছাত্রছাত্রীদের আবদার নতুন স্যারের কাছে । স্কুলের বিভিন্ন অনুষ্ঠানেও সব ভার বিধান বাবুর উপর ।
ভালোই চলছিল , কিন্তু বাড়ি ছেড়ে এসে সারাটা দিন কেটে গেলেও সন্ধ্যার পর যেন সময় কাটতেই চায় না । তার উপর যে স্যাতস্যাতে ভাঙা বাড়ির একটা ঘরে ভাড়া থাকেন , সেই বাড়িতে এখনও কারেন্ট ঢোকেনি । সন্ধ্যার পর থেকেই পুরো বাড়িটা কেমন যেন ভুতুড়ে হয়ে ওঠে । প্রতিটি মুহুর্ত হয়ে ওঠে দুঃসহ ।
এমনি করেই দুই বছর কেটে গেল । হঠাৎ একটা সরকারি বিজ্ঞপ্তিতে মনটা খুশিতে ভরে উঠল । চালু হয়েছে মিউচুয়াল ট্রান্সফার । চলল , কাছাকাছি বাড়ি থেকে যাতায়াত করা যাবে এমন স্কুল খোঁজার পালা ।
পেয়েও গেলেন । বাড়ি থেকে বাইকে ঘণ্টা দুয়েক লাগবে । হোক না দুই ঘণ্টা ----- প্রতিদিন বাড়িতে ফিরতে তো পারবে । আর কোনো ভাবনা চিন্তা না করেই 19 শে ডিসেম্বর , 2012 সালে হাওড়ার একটি স্কুলে যোগ দিলেন । ঐ স্কুলের অরিন্দমবাবুও বাড়ির কাছে স্কুল পেয়ে খুব খুশি ।
যাই হোক নতুন স্কুলেও সবাইকে আপন করে নিতে সময় লাগেনি ।
শুধু সময়ের ফাঁকে আটকে গেছে বিধানবাবুর 2013 সালের জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের বেতন । মার্চ , 2013 থেকে রেগুলার হয়ে গেলেও ঐ দুই মাসের বেতন কবে পাবেন বা কিভাবে পাবেন তা সবারই অজানা । তাই তো প্রধান শিক্ষক মহাশয় Arear bill করে পাঠান ।
ADI অফিস তা received but not verified সিল লাগিয়ে জমা নিয়ে নেন । কিন্তু ওই পর্যন্তই !
আবার খোঁজ নিতে গেলে শুধুমাত্র ফাইল দেখার জন্য উপঢৌকন লাগে ! কোন্ টেবিলে আছে তা জানার পর কবে পাশ হবে তার কোন উত্তর নেই !