Showing posts with label #NATUN_JIBON. Show all posts
Showing posts with label #NATUN_JIBON. Show all posts

Sunday, 10 June 2018

ANANTA KALPANA

Memorandum of Association
            of             
ANANTA  KALPANA


Contd....2



Contd....3



Contd...4



Contd...5

Regulation of 
ANANTA  KALPANA 



Contd...6



Contd...7



Contd...8



Contd...9



Contd...10



Contd...11


Friday, 22 December 2017

Blood Donation camp , TMC

মাজু অঞ্চল তৃণমূল কংগ্রেস

তৃণমূল কংগ্রেসের ২১ তম প্রতিষ্ঠা দিবসে

রক্তদান মহোৎসব ও শীতবস্ত্র বিতরণ

তাং :- ১ লা জানুয়ারী , ২০১৮
সময় :- সকাল ৯:৩০ মিঃ

স্থান :- মাড়ঘুরালী মহাকালতলা

উদ্বোধক :- মোঃ আব্দুল গণি ( বিধায়ক )
প্রধান অতিথি :- বিমান চক্রবর্ত্তী , সভাপতি , জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস

Monday, 12 June 2017

Rules #নতুন_জীবন

Rules and regulations :-

☞ 01) নতুন জীবন কি ?
              #নতুন_জীবন হল একটি ধারণা , যে ধারণাকে কেন্দ্র করে আমরা কয়েকজন ফেসবুক বন্ধু একটা ছোট #Community_Organisation তৈরী করে দুঃস্থ #মানুষের_পাশে_মানুষের_সাথে দাঁড়াতে চেয়েছি । আমাদের Organisation এর সকল সদস্যদেরই গুরুত্ব সমান ।

☞ 02) নতুন জীবন কিভাবে কাজ করে ?
                i) #নতুন_জীবন নানা ভাবে ( সাধারন মানুষের থেকে তথ্য নিয়ে ) নানা জায়গা থেকে দুঃস্থ মানুষের দুঃস্থতার খবর জোগাড় করে ।
                ii) #নতুন_জীবন সেই সব তথ্য গুলির সত্যতা যাচাই করার চেষ্টা করে ।
                iii) নতুন জীবনের কয়েকজন সদস্য সেই জায়গায় নিজেরা হাজির হয়ে দুঃস্থ মানুষ গুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করে ।

☞ 03) #নতুন_জীবন দুঃস্থ মানুষ গুলির পাশে দাঁড়ানোর খরচ জোগাড় করে কিভাবে ?
                  নতুন জীবনের সকল সদস্য প্রত্যেকে নিজ সাধ্য মতো প্রতি মাসে মাসিক ডোনেশন দেয় । কিন্তু তাতেও সব সময় টাকার ঘাটতি মেটে না । তখন নতুন জীবন নিজস্ব আলোচনার মাধ্যমে কয়েকজন সদস্য সাধ্য মতো বেশি ডোনেশন দিয়ে ঘাটতি মেটায় । প্রয়োজনে কিছু প্রোগ্রাম বন্ধ করে বা পিছিয়ে দেয় ।

☞ 04) যে কোনো ব্যক্তি কি নতুন জীবনের সদস্য হতে পারে ?
               এই প্রশ্নের উত্তরে #নতুন_জীবন -এর পক্ষ থেকে বলব যে কোন ব্যক্তিই নতুন জীবনের সদস্য হতে পারে , শুধুমাত্র সদস্য হওয়ার পরে তাঁকে দুইটি নিয়ম মেনে চলতে হবে ।
                ✿ #নতুন_জীবন ধারণা মেনে চলতে হবে । এবং
                ✿ #সামাজিক_মানুষ অথবা #মানবিক_মানুষ এর উন্নতির চেষ্টা করতে হবে ।

☞ 05) ভারতীয় না হলেও কি #নতুন_জীবন -এর সদস্য হতে পারবে ?
              পৃথিবীর যে কোন দেশের মানুষ যে পূর্বোক্ত নিয়ম দুটি মেনে চলতে চাইবে তিনিই নতুন জীবনের সদস্য হতে পারবে ।

☞ 06) কোন student / housewife / চাকরীপ্রার্থী / যার কোন আয় নেই এরূপ ব্যক্তি কি নতুন জীবনের সদস্য হতে পারে ?
                     আগেই বলা হয়েছে নতুন জীবনের প্রতিটি সদস্যই সাধ্য মতো মাসিক ডোনেশন দেয় ----- হয়তো এই উক্তিটির জন্য প্রশ্নটির উদ্ভব হয়েছে । কিন্তু এক্ষেত্রে জানাই নতুন জীবনে এখনও অনেক সদস্য / সদস্যা আছেন যারা কখনই কোনো দিনই নতুন জীবনের জন্য অর্থগত ডোনেশন দেয়নি । কিন্তু তাঁরাও নতুন জীবনের গুরুত্বপূর্ণ সদস্য । কারন অনেক ক্ষেত্রেই শুধুমাত্র তাঁদের জন্যই নতুন জীবন প্রোগ্রাম করতে সমর্থ হয় । তাঁরাও অনেক সময় নতুন জীবনকে অনেক রকম তথ্য দিয়ে সাহায্য করেন ।
                তাই যে কোন student / housewife / চাকরীপ্রার্থী / যার কোন আয় নেই এরূপ ব্যক্তিও নতুন জীবনের সদস্য হতে পারে ।

☞ 07) কোনরূপ সরকারী / সরকারী সাহায্যপ্রাপ্ত / বেসরকারী চাকুরীজীবী বা অবসরপ্রাপ্ত ব্যক্তি কি নতুন জীবনের সদস্য হতে পারে ?
                  #নতুন_জীবন একটি #Community_Organisation , এটি কোনো #NGO বা কোন সরকারী / বেসরকারী সাহায্যপ্রাপ্ত সংস্হা না হওয়ায় এরূপ কোন অসুবিধা নেই । এখানে প্রতিটি সদস্যের গুরুত্ব সমান হওয়ায় এবং প্রতিটি প্রোগ্রামের পর অথবা অর্ধবাৎসরিক আয় ব্যায়ের হিসাব সংক্রান্ত মিটিং এ উপস্থিত থেকে সব হিসাব দেখে নেওয়া যায় ।
             তাই যে কোন সরকারী / সরকারী সাহায্যপ্রাপ্ত / বেসরকারী চাকুরীজীবী বা অবসরপ্রাপ্ত ব্যক্তি নতুন জীবনের সদস্য হতে পারে ।

☞ 08) কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কি নতুন জীবনের সদস্য হতে পারে ?
                #নতুন_জীবন কোন রাজনৈতিক সংগঠন না হওয়ায় , যে কোন প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের এরূপ কোনো অসুবিধা থাকার কথা নয় ।

                এর পর #নতুন_জীবন সম্পর্কে অথবা #মানুষের_পাশে_মানুষের_সাথে থাকা সম্পর্কে আরও কোন প্রশ্ন থাকলে তা নতুন জীবন পেজ বা গ্রুপে #নতুন_জীবন ট্যাগ করে পোস্ট করুন , অবশ্যই নতুন জীবন আপনার সাথে থাকবে ।

.

Monday, 15 May 2017

নতুন জীবন 14/05/17 হাটগোবিন্দপুর

আমাদের পূর্বের কথামতো গতকাল 14/05/2017 আমরা বর্ধমান - 2 নং ব্লকের হাটগোবিন্দপুরে হাজির হই ।

দিদির লক্ষ্যের সাথে আমাদের #নতুন_জীবন এর লক্ষ্য এক্ষেত্রে মিলে যাওয়ায় আমাদের সাথে পেয়েছিলাম স্থানীয় TMC নেতা নেত্রীদের । 

বর্ধমান উত্তর ( বিধানসভা ) এর বিধায়ক মাননীয় নিশীথ কুমার মালিক আমাদের সাথে ছিলেন । 

AITC র পক্ষ থেকে আমাদের সাথে ছিলেন 

এরই মাঝে মাননীয় বিধায়ক এক থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবারের হাতে রক্তের কার্ড তুলে দেন ।

এখানে আমরা 100 জন ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াই শিক্ষা উপকরণ নিয়ে ।

আমাদের প্রোগ্রামের পর TMC র পক্ষ দুঃস্থ গ্রামবাসীদের মশারি প্রদান করা হয় । 

আমরা নতুন জীবন ডেঙ্গু ম্যালেরিয়া সহ নানারকম মশাবাহিত রোগের বিরুদ্ধে সাধারন মানুষের পাশে থাকতে পেরে আনন্দিত । 
সব শেষে সকলে একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আমাদের একত্রিত অনুষ্ঠান শেষ হয় । 
#নতুন_জীবন #natun_jibon #new_life 

#আমার_চোখে #আমার_গ্রাম 

Saturday, 6 May 2017

নতুন জীবন ( New life ) 2017/05/14

আমাদের আগামী প্রোগ্রাম
14/05/2017 রবিবারে ,
বর্ধমানের হাটগোবিন্দপুরে

আমরা ঐদিন সকাল 10:00 টায়
প্রায় 70 জন দুঃস্থ ও অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চলেছি তাদের প্রয়োজন মতো শিক্ষা উপকরণ নিয়ে ।

#নতুন_জীবন #new_life

Thursday, 13 April 2017

বিধান

                কর্মযোগ কি বলে ? ----- বলে , ' নিরন্তর কর্ম কর , কিন্তু কর্মে আসক্তি ত্যাগ কর । ' কোন কিছুর সহিত নিজেকে জড়াইও না । মনকে মুক্ত রাখো । যাহা কিছু দেখিতেছ , দুঃখ - কষ্ট ----- সবই জগতের অপরিহার্য পরিবেশ মাত্র , দারিদ্র ধন ও সুখ ক্ষণস্হায়ী , উহারা মোটেই আমাদের স্বভাবগত নয় । আমাদের স্বরূপ দুঃখ ও সুখের পারে ---- প্রত্যক্ষ বা কল্পনার অতীত , তথাপি আমাদিগকে সর্বদাই কর্ম �করিয়া যাইতে হইবে । আসক্তি হইতেই দুঃখ আসে , কর্ম হইতে নয় ।'                  ----------- স্বামী বিবেকানন্দ

                কর্মের জন্যই তো শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন বিধান কুমার গড়াই । বাড়ি মাধবডিহি , রায়না -II , বর্ধমান । কিন্তু স্কুলটা বাড়ি থেকে একটু দূরেই । মুর্শিদাবাদের সালার এ ।

                 যাই হোক , পেশাকেই কর্মযোগ মনে করে , বাড়িতে বুড়ো বাবা-মা , বউ-বাচ্ছাকে ফেলে রেখে সুদূর মুর্শিদাবাদে স্কুলের পাশে একটা ছোট ভাড়া ঘরে এসে উঠলেন । স্কুলে ছাত্র ছাত্রী খুব বেশি নয় , তাই প্রতিটি ছাত্র ছাত্রীর প্রতি আলাদা করে লক্ষ্য করার সময় পেয়ে গেলেন ।

               চলল ছাত্রছাত্রীদের নতুন করে শেখানোর পালা । ছাত্রছাত্রীরাও নতুন স্যারকে আপন করে নিল । সমস্ত কিছুতেই ছাত্রছাত্রীদের আবদার নতুন স্যারের কাছে । স্কুলের বিভিন্ন অনুষ্ঠানেও সব ভার বিধান বাবুর উপর ।

               ভালোই চলছিল , কিন্তু বাড়ি ছেড়ে এসে সারাটা দিন কেটে গেলেও সন্ধ্যার পর যেন সময় কাটতেই চায় না । তার উপর যে স্যাতস্যাতে ভাঙা বাড়ির একটা ঘরে ভাড়া থাকেন , সেই বাড়িতে এখনও কারেন্ট ঢোকেনি । সন্ধ্যার পর থেকেই পুরো বাড়িটা কেমন যেন ভুতুড়ে হয়ে ওঠে । প্রতিটি মুহুর্ত হয়ে ওঠে দুঃসহ ।

                  এমনি করেই দুই বছর কেটে গেল । হঠাৎ একটা সরকারি বিজ্ঞপ্তিতে মনটা খুশিতে ভরে উঠল । চালু হয়েছে মিউচুয়াল ট্রান্সফার । চলল , কাছাকাছি বাড়ি থেকে যাতায়াত করা যাবে এমন স্কুল খোঁজার পালা ।

                  পেয়েও গেলেন । বাড়ি থেকে বাইকে ঘণ্টা দুয়েক লাগবে । হোক না দুই ঘণ্টা ----- প্রতিদিন বাড়িতে ফিরতে তো পারবে । আর কোনো ভাবনা চিন্তা না করেই 19 শে ডিসেম্বর , 2012 সালে হাওড়ার একটি স্কুলে যোগ দিলেন । ঐ স্কুলের অরিন্দমবাবুও বাড়ির কাছে স্কুল পেয়ে খুব খুশি ।

                  যাই হোক নতুন স্কুলেও সবাইকে আপন করে নিতে সময় লাগেনি ।

                  শুধু সময়ের ফাঁকে আটকে গেছে বিধানবাবুর 2013 সালের জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের বেতন । মার্চ , 2013 থেকে রেগুলার হয়ে গেলেও ঐ দুই মাসের বেতন কবে পাবেন বা কিভাবে পাবেন তা সবারই অজানা । তাই তো প্রধান শিক্ষক মহাশয় Arear bill করে পাঠান ।

                  ADI অফিস তা received but not verified সিল লাগিয়ে জমা নিয়ে নেন । কিন্তু ওই পর্যন্তই !

                   আবার খোঁজ নিতে গেলে শুধুমাত্র ফাইল দেখার জন্য উপঢৌকন লাগে ! কোন্ টেবিলে আছে তা জানার পর কবে পাশ হবে তার কোন উত্তর নেই !