নিজের পায়ে দাঁড়ান
আপনারাও স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের সুযোগ নিন
একক প্রকল্প - আত্মমর্যাদা
প্রকল্প মূল্য - সর্বাধিক 10 লক্ষ টাকা
যৌথ প্রকল্প - আত্মসম্মান
প্রকল্প মূল্য - সর্বাধিক 25 লক্ষ টাকা
বয়স সীমা :- 18 থেকে 45 বছর
আয়ের সীমা :- পারিবারিক মাসিক আয় 15000 টাকার নীচে
----------------------------------------
কি কি করা যাবে ?
হস্তশিল্প , সূচিশিল্প , যাত্রী অথবা পণ্যবাহী গাড়ি , যে কোনও খুচরো ব্যবসা , এছাড়াও আরও বহু বিষয়ে ব্যবসা করতে পারেন ।
----------------------------------------
কি ধরনের আর্থিক সুবিধা ?
বেকার যুবক যুবতীরা উপরোক্ত যে কোনও ব্যবসা করতে সরকারি অনুদান পাবেন প্রকল্প মূল্যের 30 % ( একক প্রকল্পে সর্বাধিক 1.5 লক্ষ টাকা এবং যৌথ প্রকল্পে সর্বাধিক 3.5 লক্ষ টাকা ) । নিজেকে দিতে হবে মাত্র 5 % বাকিটা ব্যাঙ্ক ঝণ ।
----------------------------------------
কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় ?
হস্তশিল্প , সূচিশিল্প , বৈদ্যুতিন সরঞ্জাম মেরামতি , মোটরগাড়ি চালানো এবং মেরামতি , কাগজের ব্যাগ তৈরী , এই ধরনের বহু বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় ।
----------------------------------------
বিস্তারিত জানতে আপনার এলাকার ব্লক , পৌরসভা , পৌরনিগমের অফিসে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের সুপারভাইজার বা প্রকল্প সহায়কের সঙ্গে যোগাযোগ করুণ ।
-------------------------------------------
সোসাইটি ফর সেল্ফ এমপ্লয়মেন্ট অফ আনএমপ্লয়েড ইউথ , ওয়েস্ট বেঙ্গল
পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের অধীন একটি সংস্থা
------------------------------------
142 , লেনিন সরনী , কোলকাতা - 700013 ,
ফোন :- 2236 7233 ,
ফ্যাক্স :- 2236 4937 ,
ই মেল :- sseuy2007@yahoo.com ,
ওয়েবসাইট :- www.swanirbhar.org
No comments:
Post a Comment