Saturday, 15 July 2017

জে বি এন এস টি এস বৃত্তি পরীক্ষা

জে. বি. এন. এস. টি. এস. বৃত্তি পরীক্ষা

বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য

পরীক্ষার তারিখ :- 20 আগস্ট , 2017 ( রবিবার )
ফর্ম পূরণের শেষ তারিখ (অনলাইন / অফলাইন ) :- 31 জুলাই , 2017


☞ জুনিয়র বৃত্তি পরীক্ষা :- 
যোগ্যতা :- 2017 সালে 75 % নম্বর পেয়ে দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্রছাত্রী 

☞ সিনিয়র বৃত্তি পরীক্ষা :- 
যোগ্যতা :- 2017 সালে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা বিজ্ঞান / প্রযুক্তি / চিকিৎসা নিয়ে স্নাতক স্তরে পাঠরত / ভর্তি হবে । 

বিশেষ আকর্ষণ :- প্রথম 10 জন ছাত্র এবং 10 জন ছাত্রীকে ল্যপটপ দিয়ে পুরস্কৃত করা হবে । 

☞ বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি :- 
যোগ্যতা :- 2017 সালে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ শুধুমাত্র ছাত্রী যারা বিজ্ঞান / প্রযুক্তি / চিকিৎসা নিয়ে স্নাতক স্তরে পাঠরত / ভর্তি হবে । 
----------------------------- 
এখনই আবেদন করো 
ওয়েবসাইট : www.jbnsts.org 
ফোন : 033 2442 8270 / 2441 7542 
ই মেল : jbnstsexam@gmail.com 
--------------------------------- 
জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ 
1300 , রাজডাঙ্গা মেন রোড , কসবা , কলকাতা - 700107 

No comments:

Post a Comment