Saturday, 22 July 2017

ফটোগ্রাফি টিপস 1

( collected )

            ছবি তোলা একটি শখ । অনেকেই ছবি তুলতে পছন্দ করেন । তবে সবাই ভালো ফটোগ্রাফার হতে পারেন না । পরিশ্রম , মেধা আর অনুশীলনের মাধ্যমেই ফটোগ্রাফারকে তার লক্ষে পৌছাতে হয় । আজকে আমি নতুন একটি ক্যামেরা কেনার আগে আপনাকে যেসব ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে , তার কিছু টিপস দিতে চেষ্টা করব । সঙ্গে ক্যামেরার পরিচর্যা নিয়েও আলোচনা করব ।

             পছন্দ করার মতো বাজারে অনেক ব্যাণ্ডের ক্যামেরা পাবেন । আলাদা আলাদা ফিচারযুক্ত ক্যামেরা পাবেন । আপনি পেশাদার ফটোগ্রাফি বা পারিবারিক ছবি তোলার জন্যই হোক , ভালো মানের ছবি তোলার জন্য dslr ক্যামেরা সবচেয়ে উত্তম । সহজ করে বললে dslr ক্যামেরায় আপনি আপনার স্বাধীন সৃজনশীলতার ছাপ রাখতে পারবেন । আবার প্রশ্ন করতে পারেন , dslr ক্যামেরা কি ?

                dslr বা digital single lens reflex ক্যামেরা , লেন্সের মধ্য দিয়ে সর্বোচ্চ আলো প্রবেশের জন্য তৈরি করা হয়েছে , যাতে আপনি যা দেখছেন ঠিক একই রকম ছবি পাওয়া যায় । dslr ক্যামেরার ছবি অত্যন্ত স্পষ্ট এবং চমৎকার রং বিশিষ্ট । এগুলোতে প্রাণবন্ত ছবি ওঠে এবং সূক্ষ্ম বিবরণসহ ছবির জন্য এগুলো বেশ ভালো । পোট্রেট ফটোগ্রাফির জন্যও dslr ক্যামেরা বেশ ভালো । কারন এগুলো চোখের রং , মুখের রেখা , গায়ের রং , চুলের বিন্যাসের মতো বিষয় গুলো খুব সহজেই ধারণ করতে পারে । ভালো মানসম্পন্ন ছবি তোলার জন্য এগুলোর যে কোন একটি কিনতে পারেন ।

             dslr জগতের সবচেয়ে জনপ্রিয় দুটি ব্র্যাণ্ড হচ্ছে ক্যানন ( canon ) ও নিকন ( nikon ) ; এই দুটি ব্র্যাণ্ডের রয়েছে অসংখ্য লেন্সের সমাহার ।

             dslr ক্যামেরা কিনতে গেলে প্রধান বিষয় হয়ে দাঁড়ায় আপনার অর্থনৈতিক সামর্থ্য । বাজেট নির্বাচন করার জন্য আপনার চাহিদাটা আগে ভেবে নিন । কি ধরনের কাজ আপনি করতে চান ? পেশাদার ফটোগ্রাফার হতে গেলে বাজেট 50000/- এর উপরে রাখাই ভালো । আর সৌখিন পারিবারিক ক্যামেরা হলে 50000/- এর নিচেই পাবেন ক্যামেরা ।

                বেসিক কিছু ক্যামেরা মডেল কিট ( kit ) হিসাবে পাওয়া যায় , যাতে ক্যামেরা বডি ও লেন্স থাকে । কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শুধু ক্যামেরা বডি কিনতে পাওয়া যায় । অর্থাৎ ক্যামেরা কেনার সময় লেন্সের দামও মাথায় রাখতে হবে । বেশিরভাগ ক্ষেত্রেই লেন্সের দাম বডির চেয়ে বেশি । তবু সুযোগ মতো লেন্স বদলে নিতে পারবেন ।

              গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো হাতছাড়া করতে না চাইলে ব্যাটারির মতোই যথেষ্ট মেমরি থাকা প্রয়োজন । কিছু কিছু dslr ক্যামেরার দুটি মেমরি কার্ডের স্লট থাকে । যাতে একটি পূর্ণ হয়ে গেলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ মেমরি কার্ড ব্যবহার শুরু করবে । এটা বিভিন্ন শুটিং ইভেন্ট ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য ভালো । অতিরিক্ত মেমরি কার্ড থাকলে আপনার অসাধারণ কোন মুহূর্ত হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে না ।

               ক্যামেরা ক্রয় করার পরে আপনাকে মেমরি কার্ড , লেন্সের ফ্লিটার , স্কিন প্রোটেকটর , বহনের জন্য ব্যাগ , স্ট্যাণ্ড কিনতে হবে । এই জন্য মূল ক্যামেরার বাজেটের বাইরে আপনাকে আরও হাজার চারেক টাকা যুক্ত রাখতে হবে ।

             ভালো ক্যামেরা খুঁজতে হলে আপনাকে সময় নিয়ে ক্যামেরার ফিচার গুলি পড়তে হবে । নতুন বা পুরাতন যাই কিনুন , সেটি আগে চালিয়ে বুঝে নিন আপনার কেমন লাগছে । ক্যামেরা খুঁজলে চাহিদা অনুযায়ী আপনি অনেক ক্যামেরা পাবেন । আপনার জন্য সেরা মডেল হচ্ছে সেটি , যেটি আপনার শুটিং এর ধরন ও জীবনযাত্রার সাথে মানানসই । আপনি বিয়ের অনুষ্ঠান বা পারিবারিক ছবি , যাই তুলুন না কেন , আপনার জন্য কোনো না কোনো ক্যামেরা রয়েছে । সাধারনভাবে ব্যবহারের জন্য আপনার এন্ট্রি লেভেল মডেল দরকার । এক্ষেত্রে আপনি sony dslr ব্যবহার করতে পারেন । পেশাদার ছবির জন্য canon dslr ভালো । pentax , olympus এবং fuji ব্র্যাণ্ডেরও অনেক মডেল রয়েছে । যেগুলোর সেটিংসে অনেক বৈচিত্র্য রয়েছে । আপনার জন্য সঠিক ক্যামেরাটি কিনতে গেলে dslr রিভিউগুলো পড়ুন ।

              ডিজিটাল ক্যামেরার কথা এলেই সবার আগে প্রশ্ন আসে ক্যামেরাটি কত মেগা পিক্সেলের । পিক্সেলের হিসাব করে ব্যবহারকারী তার ডিজিটাল ক্যামেরার মান যাচাই করতে পারেন । পিক্সেল শব্দটির অর্থ হল পিকচার এলিমেন্ট , যা ছবির অংশবিশেষ । পিক্স শব্দটি এসেছে পিকচার এবং এল শব্দটি এলিমেন্ট থেকে এসেছে । এই দুইএ মিলে পিক্সেল । ডিজিটাল ছবির ক্ষেত্রে পিক্সেল ছবিটির সবচেয়ে ছোট অংশ ।

              এই ছোট অংশ মিলেই ছবিটি পূর্ণাঙ্গ রূপ পায় । একেকটি পিক্সেল পূর্ণাঙ্গ ছবিকে আকার দেয় । তাই পিক্সেল যত বেশি হয় ছবির মান তত ভালো হয় । ডিজিটাল ছবিতে পিক্সেল দ্বিমাত্রিক গ্রিড আকারে সাজানো থাকে ।

               একটি পিক্সেল খুব ছোট ; তাই এটি খালি চোখে দেখা যায় না । ছবিকে জুম করা হলে পিক্সেল আলাদা ভাবে চিহ্নিত করা যায় । একেক ধরনের স্কিন একেক ধরনের গ্রিড ব্যবহার করে । ফলে ছবির তারতম্য লক্ষ্য করা যায় । পিক্সেল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মেগাপিক্সেল হিসাবে । এক মেগাপিক্সেল 10 লাখ পিক্সেল মিলে তৈরী হয় ।

No comments:

Post a Comment