Dividing fractions :-
একটি ভগ্নাংশকে অন্য একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে সবার আগে আমাদের ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ বা অন্যোন্যক ( reciprocal ) সম্পর্কে ধারণা থাকতে হবে ।
কোন একটি ভগ্নাংশের লবকে হর এবং হরকে লবের জায়গায় বসালে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটিকে পূর্বের ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ বলে ।
a/b এর বিপরীত ভগ্নাংশ হল b/a
একটি ভগ্নাংশকে আর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে প্রথমে দ্বিতীয় ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ নির্ণয় করতে হবে , তারপর সেটি দিয়ে প্রথম ভগ্নাংশকে গুণ করতে হবে ।
No comments:
Post a Comment