( collected )
নিডারিয়া
নিডারিয়া বলতে ডিপ্লোব্লাস্টিক ( Diploblastic ) প্রাণী অর্থাৎ দ্বিস্তর ভ্রূণ বিশিষ্ট প্রাণীদের কে বোঝায় । এরা ইতিপূর্বে সিলেনটারেটা ( Coelenterata ) নামে পরিচিত ছিলো । এদের অধিকাংশই সামুদ্রিক, কিছু স্বাদুপানির বাসিন্দা । গ্রিক শব্দ Knide অর্থ রোম বা কাঁটা এবং Aria অর্থ সংযুক্ত থাকা । এ শব্দদুটির সমন্বয়ে নিডেরিয়া ( Cnidaria ) শব্দটি তৈরি হয়েছে । 1888 সালে বিজ্ঞানী হাসচেক ( Hatschek ) প্রথম নিডেরিয়া ( Cnidaria ) পর্বটির নামকরণ করেন ।
বৈশিষ্ট্য :-
i) কিছু কোষ কলা ( যেমন- স্নায়ুকলা ) গঠন করলেও অধিকাংশ কোষই বিচ্ছিন্ন তবে সুনির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত ।
ii) দ্বিস্তরীয় ( Diploblastic ) প্রাণী অর্থাৎ এদের ভ্রূণ দ্বিস্তর বিশিষ্ট । বাহিরের স্তর এক্টোডার্ম ( Ectoderm ) এবং ভেতরের স্তর এন্ডোডার্ম ( Endoderm )। এই দুই কোশস্তরের মধ্যে তরল জেলির মতো অকোশীয় মেসোগ্লিয়া ( Mesoglea ) নামে ধাত্র বা পদার্থ থাকে ।
iii) পূর্ণাঙ্গ প্রাণীও দ্বিস্তর তথা দ্বিত্বক বিশিষ্ট । দেহের ভেতরে প্রশস্ত গহ্বর যা গ্যাস্ট্রোভ্যাস্কুলার গহ্বর ( Gastrovascular cavity ) বা সিলেন্টেরন ( Coelenteron ) নামে পরিচিত এবং এটি একটি মাত্র ছিদ্র পথে (মুখছিদ্র) বাইরে উন্মুক্ত (পায়ু ছিদ্র অনুপস্থিত) ।
iv) দেহঅরীয় প্রতিসম ( Radial symmetry ) অর্থাৎ এদের দেহের কেন্দ্রীয় অক্ষের মধ্য দিয়ে অতিক্রান্ত একটিমাত্র তল বরাবর ছেদ করে দুই বা ততোধিক বার দেহটিকে সমভাবে ভাগ করা যায় ।
v) বহিঃ দেহত্বকে ( Epidermis ) মুখছিদ্রকে ঘিরে প্রচুর পরিমাণে নিডোব্লাস্ট ( Cnidoblast ) নামক কোশ বর্তমান যার মধ্যে বিষাক্ত পদার্থ বহন করা নিমাটোসিস্ট ( Nematocyst ) নামক একটি থলি এবং বিষাক্ত পদার্থ প্রয়োগ করার জন্য থ্রেড টিউব ( Thread tube ) নামক চাবুকের মত নল থাকে ।
vi) আসিলোমেট ( Acoelomate ) প্রাণী, অর্থাৎ দেহগহ্বর বা সিলোম এখানে অনুপস্থিত ।
vii) একাকী অথবা উপনিবেশ গঠন করে অবস্থান করে । viii) নিশ্চল অথবা মুক্ত সাঁতারু । অনেকের শুধুমাত্র মুক্ত বা নিশ্চল পলিপ ( Polyp ) দশা বর্তমান । আবার অনেকের মুক্ত সাঁতারু মেডুসা ( Medusa ) দশা বর্তমান । আবার অনেকের উভয় দশা সমন্বিত পলিমরফিসম ( polymorphism ) দেখা যায় ।
ix) এই পর্বের প্রাণীদের মধ্যে জনুক্রম বা মেটাজেনেসিস ( Metagenesis ) পরিলক্ষিত হয় ।
x) বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় উভয় প্রকার পরিপাক প্রক্রিয়া এদের দেহে দেখতে পাওয়া যায় ।
xi) কিছু স্নায়ুকোশ এক্টোডার্ম ও এন্ডোডার্মে জাল বিস্তার করে থাকে ।
xii) সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র ও রেচনতন্ত্র অনুপস্থিত ।
xiii) জীবনচক্রে সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা ( Planula larva ) দেখা যায় ।
শ্রেণীবিন্যাস :-
1940 সালের ( H. L. Hyman এর ) শ্রেণীবিভাজন অনুযায়ী পর্ব নিডারিয়ায় হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া এবং অ্যান্থোজোয়া নামে তিনটি শ্রেণী ছিল । 1972 সালে বিজ্ঞানী মেগলিস ( Meglitsch ) প্রদত্ত নিডেরিয়া পর্বের শ্রেণীবিন্যাস করেন । Ruppert ও Bernes 1994 সালে পর্ব নিডারিয়াকে চারটি শ্রেণীতে বিভক্ত করেন এবং কিউবোজোয়া শ্রেণীটি সংযোজিত হয় ।
শ্রেণী - হাইড্রোজোয়া ( Hydrozoa ) :-
গ্রিক শব্দ Hydra যার আভিধানিক অর্থ Water তথা জল এবং Zoios যার আভিধানিক অর্থ animal তথা প্রাণী এ শব্দদুটির সমন্বয়ে হাইড্রোজোয়া ( Hydrozoa ) শব্দটি তৈরি হয়েছে । অনেকের জীবনচক্রে কেবলমাত্র পলিপ ( Polyp ) দশা বর্তমান, অনেকের আবার অযৌন পলিপ ( Polyp ) ও যৌন মেডুসা ( Medusa ) উভয় দশাই উপস্থিত । মেসোগ্লিয়া ( Mesogloea ) কোষ-বিহীন ( Non-cellular )। জননকোষ উৎপাদন অঙ্গ ( Gonad ) এক্টোডার্ম ( Ectoderm ) থেকে উদ্ভূত । স্বাদুজল অথবা সামুদ্রের বাসিন্দা এবং নিশ্চল অথবা মুক্ত সাঁতারু । উদাহরণ - Hydra virdis, Obelia geniculata
শ্রেণী - স্কাইফোজোয়া ( Schyphozoa ) :-
গ্রিক শব্দ Skyphos যার আভিধানিক অর্থ Cup তথা কাপ এবং Zoios যার আভিধানিক অর্থ animal তথা প্রাণী এ শব্দদুটির সমন্বয়ে স্কাইফোজোয়া ( Schyphozoa ) শব্দটি তৈরি হয়েছে । এদের জীবনচক্রে মেডুসা ( Medusa ) দশাই প্রধান, পলিপ ( Polyp ) দশা অনুপস্থিত বা স্বল্পস্থায়ী । মেডুসা দশায় দেহ ঘণ্টা অথবা ছাতা আকৃতির । জননকোষ উৎপাদন অঙ্গ ( Gonad ) এন্ডোডার্ম ( Endoderm ) থেকে উদ্ভূত । বৃহৎ আকৃতির মেসোগ্লিয়ায় ( Mesogloea ) তন্তু ( Fibers ) ও কোষ বর্তমান । নিশ্চল এবং সামুদ্রিক । উদাহরণ: Aurelia aurita, Cyania capillata
শ্রেণী - অ্যান্থোজোয়া ( Anthozoa ) :-
গ্রিক শব্দ Anthos যার আভিধানিক অর্থ flower তথা ফুল এবং Zoios যার আভিধানিক অর্থ animal তথা প্রাণী এ শব্দদুটির সমন্বয়ে অ্যান্থোজোয়া ( Anthozoa ) শব্দটি তৈরি হয়েছে । এদের জীবনচক্রে কেবলমাত্র পলিপ দশা উপস্থিত । মেডুসা দশা অনুপস্থিত । মেসোগ্লিয়ায় ( Mesogloea ) তন্তুময় যোজক কলা ( Fibrous connective tissue ) বর্তমান । জননকোষ উৎপাদন অঙ্গ ( Gonad ) এন্ডোডার্ম ( Endoderm ) থেকে উদ্ভূত । একাকী অথবা উপনিবেশ গঠনকারী প্রাণীরা সকলেই সামুদ্রিক । উদাহরণ - Metridium senil, Gorgoni verrucosa
No comments:
Post a Comment