Friday, 28 July 2017

টিনোফোরা

( collected )

টিনোফোরা
            ইংরেজি : Ctenophora
Ctenophore ( Greek κτείς kteis 'comb' and φέρω pherō 'carry' )-এর বহুবচন হলো Ctenophora

           প্রাণিজগতের   একটি পর্ব । এরা  ইউমেটাজোয়া ( Eumetazoa ) উপরাজ্যের অন্তর্গত ।  1829 খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন Eschscholtz । এই পর্বের প্রাণিকুল সামুদ্রিক । এই পর্বের প্রাণিগুলো সাধারণভাবে কোম্বজেলি ( comb jellies ) নামে সুপরিচিত । এদের জীবাশ্ম পাওয়া গেছে চীনের ক্যাম্ব্রিয়ান অধিযুগ-এর Chengjiang ভূস্তরে । ধারণা করা হয় , এই পর্বের প্রাণীকূলের বিকাশ ঘটেছিল 54 কোটি 25 লক্ষ বৎসর আগে ।

বৈশিষ্ট্য :-
i) এদের দেহ দ্বি-অরীয় প্রতিসম ।
ii) এদের চলাচলের জন্য দেহের বাইরে আট সারির চিরুনির মতো অঙ্গ আছে । 
iii) এদের অধিকাংশ প্রজাতি এই চলনাঙ্গের সাহায্যে সমুদ্রের জলে মুক্তভাবে ভেসে বেড়ায় । কিছু প্রজাতি আছে, যারা সমুদ্রতলে হামাগুড়ি দিয়ে চলাচল করে ।
iv) প্রজাতিভেদে এদের দেহ বর্ণহীন বা সামান্য রঙিন হয় ।
v) এরা উভলিঙ্গিক প্রাণী ।
vi) এই পর্বের প্রাণীদের দেহ জেলির মতো কিন্তু বেশ ক্ষণভঙ্গুর ।
vii) প্রজাতিভেদে এদের দেহ উপবৃত্তাকার, বৃত্তাকার বা ঘন্টা আকারের দেখা যায় এবং আকারে 3 মিলিমিটার থেকে 50 মিলিমিটার পর্যন্ত হয় ।
viii) এরা এককভাবে বিচরণের সময় স্বনিষেক হয় । কিন্তু ঝাঁক বেধে চলার সময় সমুদ্রের জলের সাহায্যে পরনিষেক ঘটে ।  নিষেকের পরে এরা লার্ভা ত্যাগ করে ।
ix) এদের প্রধান খাদ্য জুপ্ল্যাংকটন । কর্ষিকার সাহায্যে শিকার ধরে আহার করে ।
x) এরা ক্ষতিগ্রস্থ দেহাংশ পুনরুদ্ধার করতে পারে ।

শ্রেণীবিন্যাস :-
এই পর্বের প্রাণীদের দুটি শ্রেণী ( class ) আছে ।
শ্রেণী - টেন্টাকুলাটা ( Tentaculata )
শ্রেণী - নুডা (Nuda)

No comments:

Post a Comment