Tuesday, 25 July 2017

জীববৈচিত্র্য 01

 ( collected ) 


             'জীববৈচিত্ৰ্য' ( ইংরেজি : Biodiversity ) জীবিত প্ৰজাতির বৈচিত্ৰ্যতা এবং তাদের বাস করা জটিল পরিবেশ তন্ত্ৰের বিষয়ে আভাষ দেয় । অতি শুষ্ক মরুভূমি থেকে ক্ৰান্ত্ৰীয় বৃষ্টিপ্রবণ অরণ্য পর্যন্ত , বরফে আবৃত কঠিন পৰ্বত থেকে সাগরের গভীরে বিস্তৃত হয়ে থাকা বিভিন্ন প্ৰজাতির জীবজগতের রং , আকৃতি , আকার ইত্যাদির বিভিন্নতা থাকা সত্বেও প্ৰাকৃতিক ভারসাম্য নষ্ট না করে জীবন ধারণ করে আসছে৷ আমেরিকার জীব বিজ্ঞানী ই.এ.নরসে ( E.A.Norse ) এবং তার সহযোগীদের সূত্ৰ অনুযায়ী জৈব বৈচিত্ৰ্য হল জল , স্থল সকল জায়গায় সকল পরিবেশে থাকা সকল ধরণের জীব এবং উদ্ভিদের বিচিত্ৰতা ৷ পৃথিবীর 10 বিলিয়ন ভাগের একভাগ অংশতেই 50 মিলিয়ন প্ৰজাতির বিভিন্ন জীব-জন্তু এবং উদ্ভিদের বসবাস ।


শ্রেণি বিভাজন :- 
              জৈব বৈচিত্ৰ্যকে প্ৰধানত তিনিটা ভাগে বিভক্ত করা যায়-

i) জিনীয় বৈচিত্ৰ্য (Genetic diversity) :- 
                জিন জৈব বৈচিত্ৰ্যের মূল উৎস৷ যা জৈবিক এককে পিতৃ-মাতৃ গুণাগুণ একটা জন্তু থেকে অন্য একটা জন্তুতে বয়ে নিয়ে যায় তাই জিন ৷ বংশগতির বাহক জিনের সংমিশ্ৰণের ফলে একেক প্ৰজাতির জীবের মধ্যে যে জৈবিক বৈচিত্র্যের সৃষ্টি হয় তাক জিনীয় বৈচিত্র্য বলে । 

ii) প্ৰজাতি বৈচিত্ৰ্য (Species diversity) :- 
                  এই ধরণের বিভিন্নতা একটা প্ৰজাতির অথবা বিভিন্ন প্ৰজাতির অন্তৰ্গত সদস্য সমূহের মধ্যে দেখা যায় ৷ বিজ্ঞানী উইলসনের (Wilson 1992) মতে বিশ্ব এ 10 মিলিয়নের থেকে 50 মিলিয়ন জীবিত প্ৰজাতি আছে ৷ তবে কেবল 1.5 মিলিয়ন জীবিত প্ৰজাতির এবং 3,00,000 জীবাষ্ম প্ৰজাতি আবিষ্কার করে নামকরণ করা হয়েছে ৷ ইতোমধ্যে বহু প্ৰজাতির প্ৰকৃতির সাথে ভারসাম্য রক্ষা করতে না পারায় বিলুপ্তি ঘটেছে ৷ প্ৰজাতি বৈচিত্ৰতা নিৰ্ণয় করার জন্য দুটা সূচক (Index) ব্যবহার করা হয় - a) শেন'ন উইনার সূচক (Shannon Wiener Idex) এবং b) সিম্পসন সূচক (Simpson Index)৷

iii) বাস্তুতান্ত্রিক বৈচিত্ৰ্য (Ecosystem diversity) :- 
             পরিবেশের ওপর নিৰ্ভর করে বিভিন্ন পরিবেশ তন্ত্ৰে বাস করা জৈব সম্প্ৰদায় সমূহের মধ্যে যে জৈবিক বৈচিত্ৰ্যের সৃষ্টি হয় তাকে  পরিবেশীয় বৈচিত্ৰ্য বলে ৷ পরিবেশের বিভিন্ন ভৌতিক উপাদান , যেমন - আদ্ৰতা , উষ্ণতা , দ্ৰাঘিমাংশ , অক্ষাংশ ইত্যাদি জৈবিক বৈচিত্ৰ্যের সৃষ্টি করতে পারে ৷ হুইটেকার(Whittaker)1972 সালে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের নির্ধারণের তিনটি সূচক প্রস্তাব করেছেন। এই সূচকগুলি হল- ১) আলফা বৈচিত্র্য; ২) বিটা বৈচিত্র্য; ৩)গামা বৈচিত্র্য 

No comments:

Post a Comment