Showing posts with label #বিশ্বাস. Show all posts
Showing posts with label #বিশ্বাস. Show all posts

Saturday, 13 March 2021

বিশ্বাস 5

আজ 14/03/2021 সকাল সারে নটায় বিশ্বাস আরও পোক্ত হল। 
দিপালীও দেখতে পেল। 

Tuesday, 16 February 2021

বিশ্বাস 04

আবারও বিশ্বাসের উপর ভর করে 


উপস্থিত হই। 

আমার সাথে ছিল 
আরও আনেকে ছিল। 

বিকালে ফিরে আসি। 

Sunday, 20 December 2020

বিশ্বাস 03

      বিশ্বাসের বশবর্তী হয়ে আজকে নিচের পুকুর গুলিতে প্রয়োগ করলাম। 
      গহলা পুকুর, জগর শ্বশুরের পুকুর, শিবমন্দির, কাঠের পোল 1 নং 

      কালকে আরও কয়েকটি পুকুরে প্রয়োগ করবো। 

Wednesday, 16 December 2020

বিশ্বাস 02

      কালকে বলেছিলাম, 

      আজও সকাল থেকেই বুঝতে পারছি। সব কাজ আমার মতো করেই করতে পারছি। আজ তো সময় নিয়ে সমস্যা হবার কথা, কিন্তু আমাকে কিছুই করতে হলো না। সব কিছু নিজের থেকেই সময়ের সাথে তাল মিলিয়ে পর পর হয়ে গেল। 

      তাই আবারও বলছি, সত্যিই বিশ্বাস না করে পারছি না। 

      প্রতি দিনই একটু একটু করে বলবো। 

Tuesday, 15 December 2020

বিশ্বাস

বিশ্বাস না করে পারলাম না! 

আজকে শুধু এই টুকুই। 

অবশ্যই পরে জানাবো।