Wednesday, 16 December 2020

বিশ্বাস 02

      কালকে বলেছিলাম, 

      আজও সকাল থেকেই বুঝতে পারছি। সব কাজ আমার মতো করেই করতে পারছি। আজ তো সময় নিয়ে সমস্যা হবার কথা, কিন্তু আমাকে কিছুই করতে হলো না। সব কিছু নিজের থেকেই সময়ের সাথে তাল মিলিয়ে পর পর হয়ে গেল। 

      তাই আবারও বলছি, সত্যিই বিশ্বাস না করে পারছি না। 

      প্রতি দিনই একটু একটু করে বলবো। 

No comments:

Post a Comment