42)
স্কুলের জানালার ভাগ্যও, আমার চেয়ে ভালো!
অন্তত আঠারো বছর অপেক্ষা করতে হয় না!
এই আঠারো বছরে পাল্টিয়ে যাওয়া অনেক কিছুর মধ্যে যে কতো ভুল মিশে ছিল, না দেখলে হয়তো জানতেই পারতাম না!
বুঝলাম!!! (এটা শুধু আমার জন্যই থাক)
যদি চিনতে না ভুল করি, তাহলে অবশ্যই বলতে হয়, অনেক ওজন বেড়েছে!
কিন্তু ওজন বাড়লে কি মানষিকতা পাল্টাতে হয়?
কিংবা, মানষিকতা পরিবর্তিত হলে কি ওজন বাড়ে, actually, আমি ঠিক বলতে পারবো না।
তার মানে কিন্তু এই নয় যে, আমি জানি কিন্তু বলছি না! আসলে আমি জানিই না।
প্রশ্নটা হয়তো পরীক্ষায় ফেলতে পারে, কিন্তু একজন যখন ভুলমণ্ডলে ঢুকতে পারে, তখন পরীক্ষায় স্বাভাবিক নিয়মে ফেলও করতে পারে।
আর ফেল করতে করতে, কত যে অসহায় লাগে, তার ছাপ যে মুখে কতো কালিমা ঢালতে পারে, দেখতে পাচ্ছি!
আর একটি প্রশ্নই বারবার সামনে আসছে!
কেউ কি নেই, যে উত্তর জানাতে সাহায্য করতে পারে!!
মহালয়ার শুভেচ্ছা নিয়ে অপেক্ষায় রইলাম!
★★★★★
No comments:
Post a Comment