41)
সেই 91 থেকে শুরু!
প্রতি দশ বছর ছাড়া,
2001, 2011,
আবার 2021!
কেন যে এই দিনটা আসে, বুঝি না!
না এলেই তো পারতো!
আসে আর যায়!
আসার সময় কিছু না নিয়ে এলেও,
যাবার সময় সব কিছু নিয়ে যায়!
জানি আনেকেই হয়তো বাইরে থেকে বুঝতে পারবে না, কিন্তু তাদের না বোঝার কারন যে বাইরে থাকা, এটা হয়তো একজনকে বোঝাতে পারলাম!
যদি বোঝাতে না পারি, তো আবার চেষ্টা করে দেখতে পারি! যদি সময় পাই, তো ঘটনা গুলো পর পর আবার সামনে আনবো!
পুরানো ছবি বলে, কেউ ছুঁড়ে ফেলে দিতে পারে,
তবে কেউ তো থাকে, যা অন্য আনন্দে ভুলমণ্ডলে ঢোকে!
বা সব কিছু ভুলে আবার নতুন করে অপেক্ষা!!!!
★★★★★
No comments:
Post a Comment