Tuesday, 24 August 2021

পরীক্ষা 36 - 40



36) 

শেষমেশ একটা না একটা ভুল 
নিশ্চিত করেই ফেলবো, 
আগে থেকে জানলেও, 
যে একবার ভুলমণ্ডলে ঢুকে, 
ভুতেদের সাথে সময় শেয়ার করেছে, 
তার হাতে তো অনেক সময় থাকতেই হয়! 

তাই চারদিকের সবকিছু থেকে বিশাল চাপ থাকলেও, 
কেউ তো থাকে, 
যারা সমস্ত চাপ হজম করতে পারে! 

আর এই কনফিডেন্সটাই, 
এটাকেই আমি সবাইকে শেখাই, 
আসলে পরীক্ষায় পাস করা আটকে দেয়! 

একটা বয়সের শিক্ষা পর্যন্ত, 
দেখ, মনে রাখ, বমি কর, হজম করলেও করতে পারো! 
করতেই হবে, কেউ শেখায়নি! 
তবে বারবার একই খাবার খেতে খেতে, 
আমরাও তা হজম করতে শিখে যাই! 

তাই পরীক্ষায় কনফিডেন্স এসে যায়। তার কাছে তখন একশো পাওয়া আটকায় কে! 
সত্যিই প্রতিটি পরীক্ষাতেই সে তখন একশোয় একশো পাওয়া শুরু করে! 
যেগুলো আসলে কোন পরীক্ষাই ছিল না, পরীক্ষার প্রস্তুতিকে পরীক্ষা বলে ভুল করেছিল! 

তাই কেউ ভুল দেখিয়ে না দিলে, 
বা ভুলমণ্ডলে না ঢুকলে, আসল পরীক্ষায় যে সেঞ্চুরি করা থমকে যাবে! 

★★★★★ 

37) 

গতকাল থেকে আবারও শুরু করলাম, 
জানি দুবছর অনেক সময়, 
এতদিনে কি একজন ভুল শিখতে পারে, এ যে তার পরীক্ষা! 

আর ভুলমণ্ডলে যে একবার ঢুকে পড়েছে, 
সে যদি দুবছর টিকে থাকতে পারে, 
তখন তার আর, ভুলে ভয় কোথায়! 

সে নিজেই তো, ভুল খুঁজে পায়, 
কনফিডেন্স শুধু যে বমি করার অপর নাম, 
তার কাছে এটা আর 
কাকতালীয় নয়! 

এর জন্য প্রয়োজন, 
শুধু নিয়মিত গণ্ডির মধ্যে থাকা নয়! 
ভুল করতে শেখ, 
রুটিন মাফিক চলাচল অবশ্যই ভালো, তবে তা শুধুই বমি করা শেখায়! 

যদি কনফিডেন্স ত্যাগ করতে চাও, 
তো ভুলমণ্ডলে ঢুকে পড়ো, 
ভুতেদের সাথে সময় কাটিয়ে আগেকার অভিজ্ঞতা জানার চেষ্টায় থাকো! 
ইতিহাস সবসময়ই থাকে! 
আর ইতিহাস তো মানুষ নিয়েই তৈরী! 


★★★★★ 

38) 

তাই পুরানো মানুষদের, 
অর্থাৎ ভুতেদের জীবনীতে দেখো! 
সব সময় তো চারপাশের চাপ জানতে, 
মহাসাগরের তলায় যেতে হয় না! 

প্রতিদিন একটু একটু করে, 
ভুল করার চেষ্টা করো! 
তবে শর্ত একটাই, 
জেনে বুঝে, ইচ্ছা করে করা চলবে না। 

প্রতিদিন যা পড়বে, তা পরদিন লিখবে, এবং তার পরদিন ভুল ধরতে বসবে! প্রথম প্রথম এটা এতোটাই বোরিং লাগবে, 
প্রথম দিনেই শেষ করতে চাইবে! 
এইটাই শেখার, 
ধৈর্য্য ধরতে শেখার, 
রামায়ণ, মহাভারতও তাই শেখায়, 
সময়কে জানতে শেখ! 
চানক্যও তো সেই কবে থেকে টিকে রয়েছে! 
কেউ কেউ তো আবার, কল্কিরও মৃত্যুদিনের পোস্ট করে, 
হাসি পায়! 

তার পরেও আবার, নিজেকেই নিজের ভুল ধরতে হবে! অবশ্যই ভুল ধরার নিয়ম, ভুলমণ্ডল থেকে শিখে নিতে হবে। আর প্রতিদিন, 
চানক্যর ভুলের গল্প, 
আমি প্রতিদিনই শোনাবো, তবে, একটাই, 
তা এবার থেকে যতো কষ্টেই থাকি না কেন! 


★★★★★

39) তবে সব সময়ই যে চানক্য ভুল করে নিজেই ভুল নিজেই দেখিয়ে দেবে, একথা মেনে নেওয়া শক্ত হলেও, 
সম্ভাবনা তত্ত্বে যা সর্বদাই শূন্য হয়, তার অস্তিত্বই থাকতো না! 
বা বিভিন্ন সময়ে ইউনিভার্সাল সেটও বিভিন্ন হতো না! 

আর আমার কাছে জানতে চাইলে, 
ঘুরে ফিরে সেই একটাই গল্প, ভুলমণ্ডল! 

আমার ছেলে তো পর্যবেক্ষণের গল্পকে, আবার সেই কুকুরের গল্প বলে! বলে, আবার দুষ্টুমি করছো! 
কিন্তু শেখানোর জন্য বারবার একই কথা বললে, যার আগেই শেখা হয়ে গেছে, তারও তো অন্যদের প্রতি সহনশীল হওয়ার গল্প, না জানা থাকতে পারে! 

ভুলমণ্ডলের হ্যাশট্যাগ ব্যবহার করার সময় চলে এসেছে। আজ থেকেই শুরু করে দেব। 
তবে মহাভারতের কাহিনী জানলে, সেখানে অনেক ভুতের উল্লেখ পাওয়া যায়! যতটা হয়তো রামায়ণেও পাই না! বা শীর্ষেন্দু বাবুর গল্পে তো নয়ই! 
তাই বলে রামায়ণ জানবো না, বা কার্টুন দেখবো না, এরকম কথা, আমি তো বলার মতো সাহস পাই না! 
কিন্তু, আমি যেমন আমার কতটা সাহস জানি, তেমনি, কারো যে আমার থেকেও বেশি সাহস আছে, এটা মানি! 


★★★★★

40) 

মহাভারতের থেকে শিক্ষা নিলে, কংশ, শিশুপাল, কর্ণ, একালব্য, অভিমন্যু, ঘটৎকচ, সমস্ত মহারথীদের দেখ, 
শুধু সময়ের ভুলে, 
পরীক্ষায় পাশ করতে পারেনি! 

শুধুমাত্র শূন্য সম্ভাবনা বা কনফিডেন্সই পতনের কারন! এটা যে পুরোপুরি ঠিক নয়, তা বোধ হয় মহাভারতের গল্পে প্রথমে মনে হয়! তবে সিনেমায় কবে ট্রেন লেট করবে, তা দেখার অপেক্ষায়, 
কেউ তো চানক্যর সাথে ভুলমণ্ডলে সময় কাটায়! 

বা সমস্ত জানার পরই, আসলে, 
জানা শুরু হয়! 
একটা কথা মনে পড়ছে, মাকড়ি সিনেমায় রয়েছে, যেখানে ঢুকে কেউ আর ফেরেনি, সেখান থেকেও তো একটা কুকুর বাচ্ছা ফিরে এসেছিল! তারপর কি হয়েছিল, তা তো আমরা সবাই জানি। 

তাই, 
আবারও ঘুরে ফিরে সেই একটাই গল্প! 
যেখানে গরু নাকি গাছে ওঠে! 
বাছুরেরা সব ঘুড়ি ওড়ায়! 
ইঁদুর, বেড়ালের বন্ধু হয়! 
আর শেয়াল পণ্ডিতের কাছে, কুমীর যায় পড়তে! 


★★★★★ 

1 comment: