Wednesday, 21 July 2021

পরীক্ষা 26 - 30


26) 

এই জায়গাটা একেবারেই ভালো নয়! 
তার উপর আবার, সঙ্গে নষ্ট
কিছু থাকলে, 
থাক, 
আর না এগিয়ে, 
শুধু মানুষ হও! 

আর সময়কে, 
নিয়ে ছেলেখেলা করতে হবে না! 
কেন যে কেউ মেয়েখেলা বলে না! 
এটাই কি, 
চানক্য ভুল বলে দেখাতে চেয়েছিল! 

না কি এটাই পুরুষ!!!! 
কেন্দ্রীক সমাজের একটা নষ্ট উদাহরণ! 

যা আসলে আমাদের শরীরে, মনে, ধমনীতে, শিরায় শিরায়, 
একেবারে মজ্জাগত হয়ে গেছে আরকি! 
এককথায় বললে, 
মাখামাখি, বলার চেয়ে, 
নষ্ট মানুষের মাঝে, 
( আমরা শুধুই পুরুষ কেন্দ্রীক সমাজে বিশ্বাস না করে, মেয়েদের অধিকার দেওয়ার জন্য) 
মেয়ে বসাই!!!! 

আমরা সবসময় মুখে বলি, 
( জানি না, মুখ ছাড়া আর কি দিয়ে বলতে পারি! ) 
নারী পুরুষদের সমান অধিকার! 
যদিও আজ পর্যন্ত খুঁজেও আমি, 
ভুলমণ্ডলের ডিকশেনারীতে, 
কাপুরুষ 
এর লিঙ্গ পরিবর্তন 
পাইনি!! 
এটা হয়তো আমার ব্যার্থতা! অথবা চানক্য না লেখার ভুল করেছিল! 


★★★★★ 

27) তবে একটু আগেই যেমন বলছিলাম, 
একে খারাপ জায়গা! 
তার উপর আবার নষ্ট মেয়েমানুষ! 
তাও আবার জোড় করে বসানো! 

কি সব যে হতে চলেছে, 
আগে থেকে ভাবলেই, 
থাক, 
শুধু শুধু ভুল ভেবে সময় নষ্ট না করা ভালো! 

সোজা কথা, সহজ করে বললেও যে পর্যবেক্ষণের অভাব চোখে পড়ে, তা বহু বছর আগেও জানা ছিল! 
তবে এখন পরিনত অভাবীকে দেখে, 
চানক্যর জন্য দুঃখ হয়! 

একে একুশ তারিখ, সালও একুশ! 
মাসটা শুধু সাতেই আটকে গেছে! 
আজও চানক্য সেই পাশে পাশেই রয়ে গেছে! 
মাঝে কয়েকটা বছর শুধু পেরিয়ে গেছে! 

এই জন্যই দুঃখ! 
তা চানক্যর জন্যই হোক! 
বা মাঝে বসার জন্যই হোক! 
বা সময়ের জন্যই হোক! 

যে যা খুশী বলুক! 
সন্মানিত কতটা হলো, তা তো সবার জানা! 
তবে কাল থেকে নতুন করে আবার, 
প্রতিদিন জাগানো শুরু! 

★★★★★

28) 

তা বাংলাই বলো, আর ইংলিশই বলো, 
নেশা তো কোনটাতেই কম হয় না! 
তারপর যদি প্রতিদিন জাগানো হয়, 
আমার মতো মাতালের
মাতলামি করা কি করে সাজে! 

ছোট বেলায় একটা জোকস শুনে ছিলাম। আমেরিকার মাতালরা রাস্তায় এদিক ওদিক করতে করতে গাড়ি চালায়! আর বাঙালী হওয়ায়, আমরা যখন নেশা না করি, 
তখন রাস্তায় এদিক ওদিক করতে করতে গাড়ি চালাই! 

তবে সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তিত হয়! 
এই যেমন, উপরের জোকসও আজ ভালো রাস্তায় হারিয়ে গেছে! 

তাই মাঝে মাঝে মনে হয়, 
পরিবর্তিত হলেই বোধ হয়, ভালো ছিল! 
তাতে অন্তত, অতীতের মাঝে বর্তমানের খোঁজে, 
ভুলমণ্ডলের উপর দোষ চাপানো যেত না! 

আর চানক্যর ভুল খুজতে কেউ অন্তত 
ভুলমণ্ডলে আড়ি পাততো না! 

আড়িই বলো, 
আর ভাবই বলো, 
এটা যে খেলার অঙ্গ, সবাই কি বুঝবে? 


★★★★★ 

29) 

শুধু আমিই সিগারেট পুরোপুরি ছেড়ে দিয়েছি! 
তবে যখন তখন নিজের তৈরী ভেষজ দণ্ড এখনও আমায় ছেড়ে যেতে চায় না! 

ভুলমণ্ডলের ভুলে 
সামনে পিছনে শুধুই রক্ত! 
জানি অনেকেরই হয়তো শরীরের গরম সহ্য করতে পারবে না, কিন্তু তাতে ভুলমণ্ডলের দোষ কোথায়!

বা ক্যান্সারের ডাক্তারের কখনও ক্যান্সার হবে না, একথা কি কোনোদিন চানক্য বলেছিল? 
বা মহাভারতে কোন জায়গায় ভেষজ দণ্ডের উল্লেখ রয়েছে, তা কি ভুলমণ্ডলে না ঢুকে কেউ জানতে পেরেছে? 

হয়তো কোনদিনই রক্ত ছাড়া ত্যাগের প্রতিপালন হয়নি! সেই কারনেই হয়তো, আজই ত্যাগের উৎসব পালন হচ্ছে! 

যারা উৎসব পালন করতে বাইক চড়ে, তারা এই লকডাউনে পড়েছে মহা ফ্যাসাদে! 
চারদিকে আবার পুলিশের নাকা চেকিং! 

বাইক চালানো তো আর ভার্চুয়ালি হয় না! 
জানা নেই, এরকম খেলা রয়েছে কিনা! 
বা থাকলেও ঠিক কতজন একসাথে বাইক চাপতে পারে! 

বা বাইক চাপার পরই, 
প্রশ্ন আসবে না তো! 
এই পথ কেন শেষ হয় না! 

★★★★★ 

30) 

এদিকে পেট্রোলের দাম যে পাখির সাথে উড়তে শুরু করে দিয়েছে। 
পেট্রোল আর পাখি, দুটোই কেন প দিয়ে শুরু, তা বোধ হয়, 
পাগলেই বলতে পারবে। 

বা প্রে, 
বলে থেমে যাওয়াই ভালো। যে যার মতো বসিয়ে নিক! 

আমি না হয় ভুল ভাঙিয়ে, 
ত বসাই! 

থাক, থাক, আর ভয় পাওয়ার দরকার নেই! 
ভুলমণ্ডলে আর যাই থাক, ভুতের ভয় অন্তত নেই! 
তা যতই প্রেত -এর শুরু প দিয়ে হোক না কেন! 

বা যে যা খুশী বসাতেই পারে! 
তবে কুত্তার যেমন ঘি সহ্য হয় না, 
সবার কাছে তেমন আলোও সহ্য না হতেই পারে! 

আবারও বলছি, ভুলমণ্ডলে ভুতের ভয় অন্তত নেই! 
আর ভয় থাকবেই বা কেন! 

ভুতের সঙ্গে তো আর প্রেম চলে না! 

★★★★★ 

No comments:

Post a Comment