Sunday, 27 June 2021

পরীক্ষা 5

একটা সময় ছিল, যখন নাকি গ্রাম গঞ্জের দেখা পাওয়া যেতো! 
বর্ষাকালে রাস্তায় কাদার দাপট ছিল দেখার মতো! 
মুখুর্জ্জ্যে, বাঁড়ুর্জ্জেদের কোঠাবাড়ি ছাড়া বাকীদের বাড়ি, না বলাই ভালো! 
এটা যে সময়ের কথা, তখন নদীর পাশের শ্মশানে, বা মুখুর্জ্জ্যেদের শিবমন্দিরে, 
বা সন্ধ্যায় তুলসী তলায়, 
প্রদীপ হয়তো অনেকেই দেখাতো! 

কিন্তু তখন ধূপ আবিষ্কার হয়েছিল কিনা, চানক্য কি নিশ্চিতরূপে বলতে পারেন? 
কিংবা, 
সেজ কাকুর সাথে, 
রমেশের চরিত্রের কি কি মিল খুঁজে পাওয়া যায়, 
তা তো মনে হয়, 
আমার থেকে ভালো, ঈশ্বরই বলতে পারবে! 

একে লক ডাউন! তার উপর আবার ঈশ্বর খোঁজা! 
এ তো একেবারে, 
শকুনির পিতৃরাজ্যে বৃক্ষরোপণের মতো ভুল! 
ভাগ্গিস, সে সময়ে মেজদা ছাড়া কেউই ফেল করতো না! বা শিক্ষক দিবসের মজা ছিল না! 


আর টেকো কুন্তল, টাকে হাত বোলালে যে সমস্যার সমাধান হয় না, ভালো ভাবে জানলেও, 
টাকে হাত বোলানোর লোভ সামলাতে পারে না। 
শুধু সময়ের অভাবে, 
পড়তেই পারে না!!!! 

1 comment:

  1. Casino Sites - One of the best Bonuses in the World
    What Are Casino Sites? — 배당사이트 Bonuses, promotions and loyalty 프로즌 먹튀 programs, how do they work, and what types 탱글다희 정지 of bonuses does 라이브스코어 사이트 a 1bet casino offer?

    ReplyDelete