Sunday, 27 June 2021

বিশ্বাস 6

আজ সকাল থেকেই বুঝিয়ে দিচ্ছিলেন, 
বিশ্বাস করে কেউ কখনও ঠকে না! 
হয়তো সাময়িক ব্যাথা, 
বিশ্বাসহানীর শাস্তি, 
বা হয়তো অন্য পরীক্ষা! 

হয়তো ভালোর শুরু! 
সময়ই সবকিছু ঠিক করে দেয়! 
আবারও আলোর ঝলকানি!! 
সবার জন্য না হলেও, 
যাদের বিশ্বাস করতে মানা নেই, 
তাদের জন্য হলেও,
বিশ্বাস সর্বদাই নতুন তালে, 
সময়ের সাথে এগিয়ে চলে, পরিবর্তন হয় না! 

No comments:

Post a Comment