ভুল যখন প্রাধান্য পায়,
তখনই কিন্তু মানুষের সময়ের ঘোর লাগে!
যাকে কোন ভাবে,
মানুষ অন্য কোনো উপায়ে,
কাটাতে পারে না! একমাত্র উপায়,
সেই ভুলমণ্ডলের টাইম মেসিন!
এই যেমন ধরো, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চায়ের কাপে চুমুক দিতে দিতে, দুবছর আগের বেড়াতে যাওয়ার কথা ভাবছো!
হায় রে,
সে ভাবনাতেও বদল আনতে হবে,
না হলে, এই করো
নাকালে পস্তাতে হতে পারে!
অনেকেই বলে, করোনায় স্কুল বন্ধ! মাস্টারদের আর কাজ কি!
কিন্তু একটা জিনিস ভুলমণ্ডলের মতোই মজার!
হয়তো চানক্যর মধ্যে এই গুণটি ছিল না বলেই,
তাকেও আমরা ভুলমণ্ডলে পাই!
নদী, পাড়, ভাবনা, সুখ!
এসব যখন ছাত্র ছিলাম,
তখন হয়তো সম্প্রসারণ করতাম, তবে তাতে মনে হয়
ভাব থাকতো না!
এখনও পেশায় করি,
আর নেশা বেড়ে যায়!
কিছুতেই ভাব থাকে না!
No comments:
Post a Comment