Sunday, 27 June 2021

পরীক্ষা 3

আনেক সময় এমন হয় যে, অনেক কাজ পরে থাকলেও, তা না করে ছোট ছেঁড়া সুতার জট ছাড়াতে বসে পরি! 
বাড়ির লোকজন তো, 
কেউ আমার মতো পাগল নয়! 
তারা কেউই আমার পাগলামি মানতে চায় না! 
ফলে যা হবার তাই হয়! 
প্রতি মুহুর্তেই জট বেড়ে যায়! 
আর তৃণমূল ছেড়ে, চানক্যর অন্য ভুল নিয়ে চর্চা যায় বেড়ে! 

এই দেখ না, সকাল সকাল উঠে, কোন ছাত্রছাত্রী, কোন অঙ্কটি ঠিক করতে পেরেছে, 
বা আমার ভুলসাম্রাজ্য প্রভাবশালী হয়েছে, তা জানার আগেই, 
Good morning sir! 
Good morning to you! 
সুপ্রভাত! 
শুভ সকাল! 
আরও কতো ভাবে যে, 
পিছিয়ে দেওয়া যায়, 
তা কি চানক্যকে কোনোদিন অনুভব করতে হয়েছিল! 

তবে ছেঁড়া সুতা কাজের না হলেও, জট ছাড়িয়ে খোলার পর, 
আবারও তাদের জটবন্দী করতেই বেশী আনন্দ পাওয়া যায়! 

এই যেমন ধরো না, 
মহাভারতে, শকুনির কি দোষ ছিল! 
কিংবা, চানক্য যে অমর, একথা কে প্রমাণ করবে! 

No comments:

Post a Comment