Friday, 25 June 2021

পরীক্ষা 2

যদি বলি, সাতশোটি ভুল পর পর দেখলেও আজকে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নিলে, 
পরীক্ষায় ভুল প্রশ্ন পাওয়ার আনন্দে, 
তৃণমূলের ভুল খুঁজতে থাকলে, 
বত্রিশ পঁয়ত্রিশ বছরেও, 
চানক্য, চানক্য বলে চেঁচিয়েও লাভ হবে না! 
তাই আমি যেমন যেমন ভুল সামনে আনি, ......
সেখান থেকে দেখতে গেলে, 
পরীক্ষা পদ্ধতি মেনে, পরে দুয়ের অঙ্কে, তারপর তিনের অঙ্কে যাওয়া উচিত! 
সব অঙ্ক তো আর ভুল পরেনি! 
কিন্তু বাস্তব যদি দেখ, ভুলমণ্ডলের ভুলভুলাইয়া এতো গভীর যে, 
পরীক্ষায় শূন্য পাওয়া আটকায় কে! 
এই দেখো না, 
সব কথা ভুল করে হলেও, সহজ করে বললেও, 
কেউ আমার কথা শুনে, 
আমার পরীক্ষায় পাশ করতে পারে না! 
এতে আমার ভুল কোথায়! 
আর চানক্য বা তৃণমূলেরই ভুল কোথায়! 
আমি তো খুঁজে পাই না! 
আর এমনই যে, হিমালয়ে না গিয়েও, এভারেস্ট জয় করা যায়, অনেকে মানতেই চায় না! 

2 comments:

  1. Replies
    1. Avtar Bishnu র হাত যখন পড়েছে, তখন তো স্বাভাবিক হতেই হয়!

      Delete