নাইনের ক্লাস চলাকালীন সময়ে!
ফোন এসে, ক্লাস থেকে বের করে দিল। আবার নতুন করে ক্লাসে জয়েন করতে হল!
কোথা থেকে আমার নম্বর পেয়েছে!
কিন্তু আমার ফোন নম্বর তো চেঞ্জ হয়নি!
পড়াই কিনা, জিজ্ঞেস করে!
হাসি পায়! একজন টিচারকে ক্লাস থেকে বের করে পড়াই কিনা জিজ্ঞেস করে!!
তার ভুল ভাঙিয়ে বলি, প্রাইভেট টিউশন করি না, তবে এখনও কেন, সব সময়ই ছাত্রছাত্রীদের শেখাই। তাদের ভুল ধরিয়ে দিই।
আগেরবার যেমন সিংদা, চন্দ্রানীদি, চন্দনদা, সুকুলবাবু জানলেও, শেষমেশ বহুরূপী সময়ই ভুল ধরিয়ে দিয়েছিল!
এবারে কুন্তল, অলোক, সিমিত, সিংদা, সুষমাদি, পম্পা, মহুয়া, কৃষ্ণ, বা আরও কেউ কি ভুল খুঁজে পাবে!
যেহেতু আমি সবাইকে ভুল ধরিয়ে দেওয়া শেখাই, তাই আশা করি সময়ের পরীক্ষায়,
আবারও ভুল ধরিয়ে দিতে পারবো!
No comments:
Post a Comment