উৎপাদক
গণিতে কোনো একটি পূর্ণসংখ্যা (n), অন্য কোনো একটি পূর্ণসংখ্যা (m) দ্বারা বিভাজ্য হলে, দ্বিতীয় পূর্ণসংখ্যাটিকে (m) প্রথম পূর্ণসংখ্যার (n) উৎপাদক বা গুননীয়ক বলা হয়। অর্থাৎ কোন পূর্ণসংখ্যা n এর উৎপাদক হল একটি পূর্ণসংখ্যা m, যা অন্য আরেকটি পূর্ণসংখ্যার সঙ্গে গুন হয়ে গুণফল রূপে n পাওয়া যায়। এক্ষেত্রে আরও বলা যায়, n হল m এর গুণিতক।
কোন পূর্ণসংখ্যা n অন্য আর একটি পূর্ণসংখ্যা m দ্বারা বিভাজ্য হবে, যদি m প্রদত্ত n এর উৎপাদক হয়। অর্থাৎ n কে m দ্বারা ভাগ করা হলে কোন ভাগশেষ থাকে না।
যেমন 10 এর একটি উৎপাদক হল 2, কারণ 10 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য।
যেহেতু সকল পূর্ণসংখ্যা 1 দ্বারা বিভাজ্য, তাই সকল পূর্ণসংখ্যার একটি উৎপাদক অবশ্যই 1 হবে।
আবার প্রতিটি পূর্ণসংখ্যা নিজে সংখ্যাটির একটি উৎপাদক।
No comments:
Post a Comment