Saturday, 31 October 2020

ভগ্নাংশের উর্দ্ধক্রমে বা অধঃক্রমে সাজানো

      ভগ্নাংশের ছোট থেকে বড় বা মানের উর্ধ্বক্রমে অথবা বড় থেকে ছোট বা মানের অধঃক্রমে সাজানো :- 
      কতকগুলি প্রদত্ত ভগ্নাংশকে মানের উর্দ্ধ্বক্রমে বা অধঃক্রমে সাজাতে গেলে, আমরা প্রথমে ভগ্নাংশ গুলিকে সমহরবিশিষ্ট করে নেব। তারপর যেটির লব ছোট, সেই ভগ্নাংশটি ছোট এবং যেটির লব বড় সেই ভগ্নাংশটি বড় ---- এই ভাবে সাজিয়ে নেব। যেমন- 

No comments:

Post a Comment