Saturday, 8 July 2017

Safe drive save life 01

নিয়ম না মানা যেন আমাদের স্বভাবের মধ্যে চলে এসেছে । আর তার জন্যই রাস্তায় এত দুর্ঘটনার ঘটনা । আর তার থেকেও বেশি খারাপ লাগে , যখন একটা দুর্ঘটনার খবর শুনে হেলমেট ছাড়াই বাইক ড্রাইভ করে সেখানে পৌঁছানো দেখতে পাওয়া যায় ।
             নিজে হেলমেট পড়ুন ও অপরকেও হেলমেট পড়তে বলুন ।
             ট্রাফিক আইন মেনে চলুন ।
             SAFE DRIVE SAVE LIFE

আমার চোখে 
প্রচারে :- সবুজ ভবন 

No comments:

Post a Comment