Showing posts with label #সমদ্বিখণ্ডক. Show all posts
Showing posts with label #সমদ্বিখণ্ডক. Show all posts

Friday, 24 February 2023

কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন

    কোণের সমদ্বিখণ্ডক বলতে আমরা একটি সরলরেখাকে বুঝবো, যেটি প্রদত্ত কোণকে সমান দুটি ভাগে ভাগ করে। 

    আমরা প্রদত্ত কোণ, ধরি ∠ABC  এর সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। এখন পেনসিল কম্পাস নিয়ে একটু বাড়িয়ে নেব (প্রায় 5cm বা তার বেশী)। এই পেনসিল কম্পাসের কাঁটা B বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। যা AB এবং AC কে যথাক্রমে X এবং Y বিন্দুতে ছেদ করেছে। 

    এবারে X বিন্দুকে কেন্দ্র করে, XY এর অর্ধেকের থেকে বেশী (একটু বেশী বড়, পারলে XY এর থেকে বড় হলেও ক্ষতি নেই) ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকিলাম। আবার Y বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আর একটি বৃত্তচাপ আঁকিলাম, যা আগের বৃত্তচাপকে Z বিন্দুতে ছেদ করেছে। 

    এখন B, Z যুক্ত করে D পর্যন্ত বর্ধিত করিলাম। তাহলে BZ ই হল ∠ABC এর সমদ্বিখণ্ডক। 

    এই ভাবে নিজে বাড়িতে অনুশীলন করবে।