চাষের সময় পেরিয়ে যাচ্ছে । কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ মাঠ এখনও ফাঁকা পড়ে আছে । যে সব মাঠে গ�ভীর নলকূপের ব্যবস্থা আছে সেগুলি বাদ দিলে বেশিরভাগ কৃষিই নির্ভর করে জালের আকারে ছড়িয়ে থাকা বিভিন্ন বড় ছোট খালের উপর । কিন্তু গত কয়েক মাস ধরে সেই সব খালের মাছ ধরার জন্য বিভিন্ন উপায়ে জল নষ্ট করা হয়েছে । বিভিন্ন জায়গায় ছোট ছোট বাঁধ দেওয়াও হয়েছিল । পানা জমে জলের পথ অবরুদ্ধ হয়ে ছিল । তবে এতো কিছুর পরও আশার কথা চাষীদের একত্রিত চেষ্টায় পুনরায় সব বাধা কাটিয়ে জলের গতি মুক্ত হয়েছে । আর বাকি জমিগুলিও চাষযোগ্য হয়ে উঠেছে ।
#আমার_চোখে #আমার_গ্রাম #কৃষিকাজ
photo taken :- 2017/01/28
at #Maju
Showing posts with label #কৃষিকাজ. Show all posts
Showing posts with label #কৃষিকাজ. Show all posts
Sunday, 5 February 2017
কৃষি 2017/02/05 01
Subscribe to:
Posts (Atom)