প্রথমেই চাঁদা, স্কেল ও পেন্সিলের সাহায্যে প্রদত্ত ∠ABC = x° কোণটি অঙ্কন করে নেব।
এরপর অন্য একটি জায়গায় OX একটি রেখাংশ অঙ্কন করবো।
পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে B বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করিলাম। যা AB কে P এবং BC কে Q বিন্দুতে ছেদ করেছে।
এবারে O বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আর একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। যা OX রেখাংশকে R বিন্দুতে ছেদ করেছে।
PQ রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে R বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করিলাম। যা আগের বৃত্তচাপটিকে S বিন্দুতে ছেদ করেছে।
O, S যুক্ত করে Y পর্যন্ত বর্ধিত করিলাম। তাহলে ∠XOY ই হল ∠ABC = x° কোণের সমান মাপের কোণ।
No comments:
Post a Comment