Wednesday, 18 May 2022

শণিবার

সে দিনটা ছিল শনিবার। তাও আবার যে কোনো শনিবার না, একেবারে বছরের শুরুর তৃতীয় শনিবার! বছরটাও তো শনিবার দিয়েই শুরু হয়েছিল। তাই অবশ্যই পনেরো তারিখ। জানুয়ারী মাস! ভালো রকম শীতও রয়েছে এখনও! সকালে বিছানা ছাড়তেই ইচ্ছা করে না। তবু উঠতেই হয়! 

ব্যালকনিতে গোলাপ গাছটার একটা ডাল কেমন ঝুলে পড়েছে যেন! একটু ঠিক ঠাক করে দিতে এগিয়ে যায়। পাশের গাছে একটা কুঁড়ি দেখেছিলাম গতকাল। সেটা আজকে পূর্ণতা পেয়েছে যেন। ঝুলে পড়া ডালটা ঠিক করে আবার পাশের গোলাপটির দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে -------! 

একটা কথা কিছুতেই বুঝতে পারছি না! হঠাৎ করে পনেরোই জানুয়ারীর কথা, কেন মনে পড়লো! ঠিক কি ঘটনা সেদিন ঘটেছিল? প্রশ্ন হয়তো মনের মধ্যেই সীমাবদ্ধ ছিল! কিন্তু যার সীমাবদ্ধতা ভালো লাগে না, সে তো সীমা অতিক্রম করবেই! 

অপেক্ষায় রইলাম। ভালো থেকো। 

No comments:

Post a Comment