আমি এখন একটা ছোট স্বনির্ভর গোষ্ঠীর ছোট্ট একটা ব্যবসার কথা বলব । আমি মনে করি এই ব্যবসার মাধ্যমে একজন তার 5 - 7 জনের ছোট্ট একটা পরিবার নিয়ে ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে । তার থেকেও বড় কথা হল , কেউ যদি ব্যবসাটিকে বুঝে নিজে নিজের উন্নতিতে ব্যবহার করতে চায় , তারও সুযোগ আছে । আর বর্তমানে যা চলছে তার সাথে সংযোজন হিসাবেও নিতে পারে ।
আমি আসলে বলছি একেবারে শূন্য পুঁজি নিয়ে ব্যবসা শুরুর কথা । আমরা প্রত্যেকেই দেখেছি বর্তমানে প্রত্যেকের সময় খুব কম । তার উপর ছোট ছোট পরিবার । বাড়িতে কেউই নেই যে প্রতিদিনের বাজার দোকান করে নিয়ে আসবে । তাই বাধ্য হয়েই সপ্তাহের একমাত্র ছুটির দিনটিতে সব কাজ শেষ করতে হয় । হ্যাঁ আপনি একেবারে সঠিক ভাবনাতেই চলেছেন । আজকে আমি আপনাদের বাজার দোকান করার কথাই বলব । প্রথমে একটু ছোট করে নিই । তাহলে ভাবতে খুব সুবিধা হয় ।
আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক পরিবারের দৈনিক চাহিদার অনেকটাই আসে মুদির দোকান থেকে । আর প্রায় প্রতি বাড়িতে মাসে 3000 - 5000 টাকার মুদির দোকানের সামগ্রী লাগে । এইটাকেই আমি আজকের ব্যবসা হিসাবে দেখাবো ।
☞ এক্ষেত্রে একজন যতটা কাজ করতে সমর্থ হবে , তার উপর তার আয় নির্ভর করবে ।
☞ প্রাথমিক ভাবে অন্তত 40 - 50 টি পরিবার নিয়ে ভাবনা শুরু করা যেতে পারে ।
☞ প্রত্যেক বাড়ি থেকে অর্ডার নিয়ে আসতে হবে , যা পরিবারটির সময় অনুযায়ী পরদিন পৌঁছিয়ে দিয়ে আসতে হবে । আবার পরদিনের অর্ডার নিতে হবে । এটি প্রতি দুই বা তিন দিন অন্তরও ভাবা যেতে পারে ।
☞ কিন্তু প্রশ্ন হলো , এক্ষেত্রে আমি তো মুদির দোকানের সামগ্রীর যা বিক্রয়মূল্য তার অধিক কোনো অর্থ নিচ্ছি না , তাহলে আমার লাভ আসবে কিভাবে ? এইজন্যই বলব প্রথমে একটি বা একাধিক মুদির দোকানের সাথে কথা বলে 5 - 6 % ছাড়ের ব্যবস্থা আগেই করে রাখা । আর দোকানদারও আপনার সাথে নেগোসিয়েশনে রাজি হবেন , কারন এইক্ষেত্রে তার ব্যবসা বৃদ্ধি পাওয়ার ফলে তারও আয় বাড়বে ।
☞ এই ব্যবসাটিকে আরও বৃহৎ অর্থে ভাবতে পারেন । আপনি এক জায়গায় বসেই ফোনে বা ম্যাসেজে অর্ডার নিতে পারেন এবং অন্য একজন ব্যক্তির মাধ্যমে উল্লিখিত বাড়িতে প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর ব্যবস্থা করতে পারেন । সেক্ষেত্রে এইভাবে সাজিয়ে নেবেন ।
ছাড় = 5 %
সামগ্রী পাঠানোর খরচ = 3 %
আপনার লাভ = 2 %
এইভাবে নিজেই নিজের কেরিয়ারের পরিবর্তন করতে পারেন । শুধু প্রথমে আপনাকে বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝাতে হবে যে আপনি কোনো অতিরিক্ত অর্থ নিচ্ছেন না ।
No comments:
Post a Comment