Showing posts with label আমার_চোখে. Show all posts
Showing posts with label আমার_চোখে. Show all posts

Sunday, 15 January 2017

রক্তদান উপলক্ষ্যে কুপন ব্যবহার ও তৃণমূলের যোগ

আজ সন্ধ্যায় আমার হাতে হঠাৎই একটি ছোট্ট কুপন এসে আমাকে একইসাথে আনন্দিত ও দুঃখিত করে তুলেছে । একইসাথে বলছি তার কারন , কুপন সংক্রান্ত একটি ঘটনাই রয়েছে , যা প্রতিটি সুস্থ মানুষকে অন্য মানুষের জন্য রক্তদানে উদ্বুদ্ধ করে । আর দিদির আদর্শে দিক্ষিত যে কোন মানুষ যে রক্তদান মহৎ দান লক্ষে রক্তদানের সাথে থাকবেন , এটাতে নতুন কিছু পাই না । শুধু একটু বেশি আনন্দ পাই যখন শুনি কোনো এক জায়গায় টি এম সি র রক্তদান অনুষ্ঠান চলছে ।
যাই হোক এবারে বলবো এই ভালো কাজ রক্তদান অনুষ্ঠানটি কেন আমায় দুঃখ দিল । আসলে আমি দিদিকে দেখে তাঁর কাজকে ভালোবেসে টি এম সি কে সমর্থন করা একজন সাধারন মানুষ । কিন্তু যখন দেখি মাজু অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রীযুক্ত আনন্দ ভট্টাচার্য্য সরাসরি একটি পূজা সংক্রান্ত অনুষ্ঠানের সাথে আয়োজিত রক্তদানের জন্য টি এম সির পক্ষ থেকে কুপন ছাপিয়ে টাকা কালেকসনে নেমে পড়েছেন , তখন সত্যিই খুব খারাপ লাগে । মাজু অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এমন যে কজন রয়েছেন তাঁরা স্বেচ্ছায় টি এম সির জন্য যা দিতে পারে তাতেই ভালোভাবে একটি রক্তদান অনুষ্ঠান করা যায় । যার জন্য টি এম সি উল্লেখ করে কুপন ছাপাবার প্রয়োজন হয় না । তাই আমার এই প্রতিবেদনের মাধ্যমে আমি মাননীয় আনন্দ ভট্টাচার্য্য , মাজু অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি ।
আশা করি শ্রীযুক্ত ভট্টাচার্য্য মহাশয় মাজু অঞ্চলের সভাপতি হিসাবে সকলের ভাবাবেগকে সমানভাবে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে টি এম সির পক্ষ সরাসরি চাঁদা কালেকশন থেকে বিরত থাকবেন । যদিও আমি এখনও জানি না উল্লিখিত কুপন সংক্রান্ত কোনও পারমিশন আছে কিনা !