Saturday, 5 December 2020

পাই

      পাই অথবা 
একটি গুরুত্বপূর্ণ গাণিতিক ধ্রুবক। মোটামুটি ভাবে এর মান 3.14159; ইউক্লিডীয় জ্যামিতিতে যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে এই ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়। 

      একইভাবে একটি বৃত্তের ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের বর্গের অনুপাতের সমান। 

      এটি একটি অমূলদ সংখ্যা অর্থাৎ এটিকে দুটি পূর্ণসংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অন্যভাবে বলা যায়, এটিকে দশমিক আকারে সম্পূর্ণ প্রকাশ করা সম্ভব নয়। তার মানে আবার এ-ও নয় যে, এটিতে কিছু অঙ্ক পর্যায়ক্রমে বা পৌনঃপুনিক আকারে আছে। 

      ইউক্লিডীয় সমতলীয় জ্যামিতিতে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই হিসাবে সংজ্ঞায়িত করা হয়। 

No comments:

Post a Comment