2016 সালের শেষ পাঁচ মাসের #নতুন_জীবন -এর ঘটে �যাওয়া গু�রুত্বপূর্ণ ঘটনাগু�লির মধ্যে �যেগুলি পাই তাহ�ল
☞ 1) 02/08/2016
সোনামুখী , বাঁকুড়া
অন্যতম সদস্য বিশিষ্ট চিকিৎসক " বিনি পয়সার ডাক্তার " খ্যাত ডাঃ অশ্বিণী কুমার ঘড় পরলোকগমণ করায় তাঁর পরিবারের সাথে থাকা ।
☞ 2) 15/08/2016
জামালপুর , বর্ধমান
বিকলাঙ্গ যুবক শ্রী অমিত ধাড়ার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান , ভবিষ্যতেও সাহায্যের আশ্বাস , চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সাহায্যের অঙ্গীকার , হুইল চেয়ার প্রদানের আশ্বাস ।
☞ 3) 17/08/2016
টাটা রিসার্চ সেন্টার
ক্যান্সার আক্রান্ত অঙ্কিত ঘড় এর জন্য রক্তদান
☞ 4) 18/08/2016
হরিদেবপুর , টালিগঞ্জ
#সম্পর্ক অনাথ আশ্রমের শিশুদের সাথে রাখীবন্ধন উৎসব পালন , ফল ও মিষ্টি বিতরণ ।
☞ 5) 27/08/2016
টাটা রিসার্চ সেন্টার
ক্যান্সার আক্রান্ত #অঙ্কিত_ঘড় এর জন্য রক্ত ও অনুচক্রিকা দান ।
☞ 6) 28/08/2016
টাটা রিসার্চ সেন্টার
ক্যান্সার আক্রান্ত অঙ্কিত ঘড় এর জন্য রক্তদান ।
☞ 7) 01/09/2016
টাটা রিসার্চ সেন্টার
চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় আসা ক্যান্সার আক্রান্ত হাবিবা সুলতানাকে রক্ত প্রদানের জন্য গিয়েও ফিরে আসা । তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে , পরে তিনি ইহোলোক ত্যাগ করেন ।
☞ 8) 11/09/2016
নবদ্বীপ , নদিয়া
12 নং ওয়ার্ডের মতিরয় বাঁধ নবরত্ন ক্লাব পার্শবর্তী দুঃ�স্থ শিশুদের নতুন বস্ত্র প্রদান ।
☞ 9) 13/09/2016
টাটা রিসার্চ সেন্টার
চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় আসা আরও এক ক্যান্সার আক্রান্ত মহিলার জন্য অনুচক্রিকা দান ।
☞ 10) 13/09/2016
ডিহিভূরশুট , উদয়নারায়ণপুর
দুঃস্থ বিধবা ও প্রায় সহায় সম্বলহীন মায়েদের নতুন বস্ত্র প্রদান ।
☞ 11) 18/09/2016
হরিদেবপুর , টালিগঞ্জ
সম্পর্ক অনাথ আশ্রমের শিশুদের প্রয়োজনীয় সামগ্রী ( বালিশ , তোয়ালে ) প্রদান ।
☞ 12) 24/09/2016
হাওড়া ময়দান
গৃহহীন ও বস্তিবাসী শিশুদের নতুন বস্ত্র প্রদান ।
☞ 13) 01/10/2016
ব্যাণ্ডেল
GRPF এর সাথে যৌথ উদ্যোগে 450 জন দুঃস্থ মানুষকে নতুন বস্ত্র প্রদান । এই অনুষ্ঠানে আমাদের সাথে পেয়েছিলাম ডাঃ রত্না দেবনাগকে ।
এর সাথে দুঃস্থ শিশুদের পড়াশোনার সামগ্রী প্রদান করা হয় ।
☞ 14) 11/10/2016 - 14/10/2016
জঙ্গলমহল
জঙ্গলমহল ঘুরে দেখে গ্রামের সাধারণ মানুষের সাথে প্রতিদিনের চাহিদা , স্বাস্থ্য , শিক্ষা , অন্ন , বস্ত্র , কর্ম সংস্থান বিষয়ে আলোচনা করে উক্ত বিষয় গুলিতে আগামী দিনে জঙ্গলমহল বাসীর পাশে থাকা এবং সাহায্যের অঙ্গীকার ।
☞ 15) 19/10/2016
বাগুইহাটি
বেঙ্গল ওয়াচ টি ভি চ্যানেলের কর্ণধার শ্রীযুক্ত কানাই দেবনাথের সাথে সাক্ষাৎ�কার । ভবিষ্যতে শ্রীযুক্ত দেবনাথ নতুন জীবনের সাথে দুঃস্থদের সাহায্যের অঙ্গীকার করেন ।
☞ 16) 13/11/2016
ফুলঝোড় , দুর্গাপুর
#উত্তরণ এর সাথে যৌথভাবে 25 নং এবং 26 নং ওয়ার্ডের 55 জন দুঃস্থ শিশুকে শীতবস্ত্র প্রদান । এই অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর শ্রীযুক্ত দীপঙ্কর লাহা মহাশয় ।
☞ 17) 20/11/2016
কুলটি
উত্তরণ এর সাথে যৌথভাবে কুলটির 62 নং ও পার্শবর্তী ওয়ার্ডের 150 জন দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন #জুপিটার ফাউণ্ডেশনের চেয়ারম্যান মি. অরূপ রায় ।
☞ 18) 27/11/2016
জামালপুর
উত্তরণ এর সাথে যৌথভাবে 50 জন দুঃস্থ মানুষকে কম্বল দান করা হয় ।
এই প্রোগ্রামের পর আমাদের অন্যতম সদস্য অমিত কুমার ঘোষের নাম না করে পারছি না , মাত্র আগের দিন অর্থাৎ 26/11/2016 অমিতের দাদু জগৎপতি ঘোষ মহাশয় পরলোকগমণ করেন । তবুও পারলৌকিক সমস্ত কাজকর্মের সাথে নতুন জীবনের প্রতিটি কাজও তিনি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন ।
☞ 19) 03/12/2016 & 04/12/2016
বিড়লাপুর , বজবজ
বিড়লাপুর , মুচিপোল , বজবজ , দক্ষিণ 24 পরগণার থ্যালাসেমিয়া আক্রান্ত 7 বছরের রিয়া নস্কর ও 10 বছরের শিউলি নস্কর এর জন্য 20 টি রক্তের কার্ড প্রদান করা হয় এবং আর্থিক সহায়তা করা হয় ।
☞ 20) 11/12/2016
ছাতনা , বাঁকুড়া
উত্তরণ এর সাথে যৌথভাবে 57 জন দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয় ।
☞ 21) 11/12/2016
জামালপুর
পূর্বের কথামত বিকলাঙ্গ যুবক শ্রী অমিত ধাড়াকে হুইল চেয়ার প্রদান করা হয় । তার পরিবারের হাত প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় । এই কাজটি সম্পূর্ণ ভাবে #কাসেম_আলি মহাশয় নিজের উদ্যোগে করেন ।
☞ 22) 25/12/2016
পোড়াডিহা , মধুকুণ্ডা , পুরুলিয়া
উত্তরণ এর সাথে যৌথভাবে 30 জন দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয় এবং 50 জন দুঃস্থ মানুষের প্রত্যেককে 2 সেট করে পুরানো বস্ত্র প্রদান করা হয় ।
No comments:
Post a Comment